বাংলা আধুনিক কাব্য গুচ্ছ / BENGALI MODERN POETRY - শান্তনু সান্যাল / SHANTANU SANYAL © It's subject to copyright.
মঙ্গলবার, ১২ জুলাই, ২০১১
সুরভির বৃতে
উত্সর্গের উত্সে সে বলে গেছে
প্রেমের পরিণাম
পাথর ছিল সবার হাতে ছুঁড়ে
গেছে যে যেমন পারে
রক্ত ঝরিত হাসির মাঝে ছিল না
কোনো ও অভিযোগের চিহ্ন
মনের প্রাঙ্গনে খেলে যায় নিষ্পাপ
পরিত্যক্ত নিয়তির শিশু
আপন পরের মেঘ খুঁজে পাই নি
অনাবৃত আকাশ সহজে বুঝিয়ে গেছে
জীবনের দর্শন, প্রণয়ের রহস্য -
গভীরতম,অল্প জীবনের এই রোমাঞ্চ
থাকুক সজল নয়নের কোণে
হৃদয়ের এই বিশাল ভূ ভাগে লাগে না
ফনিমনসার চারা, এখানে ফুটে
জুঁই, নিশিগন্ধা, জড়িয়ে রাখে বুকে
তোমার আমার প্রেমের সুরভিত ধারা,
-- শান্তনু সান্যাল
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)