মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০১১


সে এখনো জীবিত -- 

আপন বলতে শুন্য ছাড়া কিছুই  ছিল না, 
জানা সত্তেও ওই রিক্ত স্থানে গড়েছি 
অম্বরীয় আসর, ডেকেছি 
চন্দ্র, ছায়াপথ, তারক 
উল্কা, নিহারিকা,
ধুমকেতু,
সেই মনের অন্তরীক্ষে সবাই  বসে আছে 
বিনা প্রত্যাশার সারা রাত, গাইছে 
আলোকের গান, ভরে চলেছে 
পাথরে প্রাণ, মন্ত্রমুগ্ধ 
জীবন চেয়ে 
আছে 
তাদের অনন্তকালের অমূল্য অবদান,
উপাসনান্তে জানি না, কি যে ছিল 
ভুল ভ্রান্তি, দীপ, ধুপ, অর্ঘ্য 
অঞ্জলি সব কিছুই ত 
দিলাম, নিমগ্ন 
পবিত্র 
অগ্নির পায়ে, তবু ও সে অমূর্ত রইলো 
এক ঠাঁই, কোন প্রান্তরে নাকি 
ঝরে যায় অঝর বৃষ্টি, 
মনের মরুভূমি 
ভিজে উঠে 
দেখে 
প্রাচ্য আকাশে এক ফালি স্থির শুভ্র মেঘ,
আঁচলের পরিসীমা ছিল সীমাবদ্ধ,
নিয়তির উপহার অপরিসীম,
দেওয়া নেওয়ার চুক্তির 
মাঝে ভাবনার 
শিশুরা 
হারিয়ে গেছে কবে যে, কোন জন অরণ্যে, খুঁজে 
পাই নি, হয় ত খুঁজতে ও চাই নি, অনেক 
সময় তা হয়, নিজের ছায়া ও বলে 
আগে তো দেখি নি তোমায়, 
অগ্রাহ্য করে আরশি !
প্রতিবিম্ব হটাত 
অপরিচিত,
জীবনের রোদ ছায়ার খেলায় হয় ত সে ছিল 
অল্পকালীন খেলুড়ে, সরে গেছে মেঘের 
সঙ্গে শ্রাবণের দেশে, খরার পথে 
কত জন যে ছিল সহযাত্রী 
গুণতে চাই নি হৃদয়, 
মিছে মিছে কান্না, 
যা নাই তা 
নিয়ে 
ভাবা, চিন্তা করা অর্থহীন, শুধুই বৃথা অশ্রু -
পতন, এই রঙ্গীন সাঁঝে তোমার 
উপস্থিতি, গোটা ক এক 
রজনী গন্ধার গুচ্ছ,
মুখে আলতো 
হাসির 
ঢেউ, জীবন নদী শুধায় সে এখনো মরি নি !

-- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/

painting by  - Debra Lohrere