বুধবার, ১২ মার্চ, ২০১৪

পরিপূর্ণ সমর্পণ - -

সোনালী আলো যখন হলো ঘোলাটে,
ভালবাসা তখন সূর্য্যমুখী, নিম্ন 
সুরে করে গেছে অন্ধকার 
বরণ ! ওই আবছা 
আলোয় 
দেখেছি তার বিচিত্র ভাবে সঙ্কুচন -
বুকের অনেকটা ভিতরে, 
জড়িয়ে যেতে চায় 
সুক্ষ্ম শিরায় 
শিরায়, 
অমরলতা হয়ে, তার  সাঙ্ঘাতিক 
অভিলাষে লুকিয়ে রয়, এক 
অদ্ভুত অগ্নিশিখা, করে 
যায় নিমিষে সব 
কিছু স্বাহা,
ওই - -
শাশ্বত দহনে জীবন চায় পরিপূর্ণ 
সমর্পণ, সমস্ত পরিভাষার 
বাইরে তখন দেহের 
চেতনা !

* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.com/
desert beauty