এলোমেলোই থাক জীবনের সমস্ত পৃষ্ঠ,
পরিপূর্ণতার ছোঁয়া লাগলেই
শূন্যতার আমন্ত্রণ !
এই আলুখালু
ভাবের
মাঝেই আমি চাই তোমার ভালবাসা,
বিশৃঙ্খল ভাবনা দিয়ে তোমায়
জড়িয়ে রাখা, খুব কাছে
বুকের অভ্যন্তরে
লুকিয়ে
রাখা, জানি এই বিবর্ণ ঘর, সেঁতসেঁতে
গন্ধে ভরা, রঙ্গ বিহীন দেয়ালে
ঝুলন্ত, ছেঁড়া পুরাতন
সস্তা পেইন্টিং,
হয় ত
তোমার মনে বিরক্তি এনে থাকবে - -
অস্বাভাবিক ও নয়, কিন্তু
প্রকাশ্য সত্যের এক
সৌন্দর্য্য ও
থাকে
বৈকি ! ওই নিগূঢ়তার মাঝে আমি - -
খুঁজে পেতে চাই তোমায়, পুরো -
পুরি ভাবে, এখানে কিছুই
গোপন নয়, সব
কিছুই
প্রকাশিত, আবরণ বিহীন দেহ প্রাণ !
বুক খুলে যেন নিশি পুষ্পের
গন্ধ লুটিয়ে যাওয়া,
আনত পাপড়ির
ডগায়
ঝুলানো ওই এক ফোঁটা নীহার কণার
মত আমি চাই তোমার প্রেম
ঝরে পড়ুক আমার
দগ্ধ নিঃশ্বাসে,
বিন্দু
বিন্দু সারা রাত কল্পনার অপর পারে।
* *
- শান্তনু সান্যাল
পরিপূর্ণতার ছোঁয়া লাগলেই
শূন্যতার আমন্ত্রণ !
এই আলুখালু
ভাবের
মাঝেই আমি চাই তোমার ভালবাসা,
বিশৃঙ্খল ভাবনা দিয়ে তোমায়
জড়িয়ে রাখা, খুব কাছে
বুকের অভ্যন্তরে
লুকিয়ে
রাখা, জানি এই বিবর্ণ ঘর, সেঁতসেঁতে
গন্ধে ভরা, রঙ্গ বিহীন দেয়ালে
ঝুলন্ত, ছেঁড়া পুরাতন
সস্তা পেইন্টিং,
হয় ত
তোমার মনে বিরক্তি এনে থাকবে - -
অস্বাভাবিক ও নয়, কিন্তু
প্রকাশ্য সত্যের এক
সৌন্দর্য্য ও
থাকে
বৈকি ! ওই নিগূঢ়তার মাঝে আমি - -
খুঁজে পেতে চাই তোমায়, পুরো -
পুরি ভাবে, এখানে কিছুই
গোপন নয়, সব
কিছুই
প্রকাশিত, আবরণ বিহীন দেহ প্রাণ !
বুক খুলে যেন নিশি পুষ্পের
গন্ধ লুটিয়ে যাওয়া,
আনত পাপড়ির
ডগায়
ঝুলানো ওই এক ফোঁটা নীহার কণার
মত আমি চাই তোমার প্রেম
ঝরে পড়ুক আমার
দগ্ধ নিঃশ্বাসে,
বিন্দু
বিন্দু সারা রাত কল্পনার অপর পারে।
* *
- শান্তনু সান্যাল