সোমবার, ৯ জানুয়ারী, ২০১২


অনেক কাছে এসে ফিরে যাওয়া 

যদি কোনো দিন সম্ভব দেখতে দিও আমায় 
তোমার চোখের দৃষ্টিতে এই পৃথিবী, 
নিঃশোষিত, অবসন্ন, পরিশ্রান্ত 
জীবনের এই প্রান্তে হয় ত 
আবার ফুটবে নির্ঝর,
সরে যাবে ধীরে 
ধীরে মরুর 
অনুপ্রবেশ, বিশ্বাস কর চেয়ে ছিলাম এক 
দিন আমি ও ভালবাসতে, হয় ত 
তুমি সেটা বুঝতে পারো নি,
কিংবা তোমার নজরে 
প্রেমের বর্ণনা ছিল 
শুধুই কল্প - 
কথা !
আর আমার প্রণয়ে ছিল কলিল আন্তরিকতা,
সেই স্বপ্ন ও সত্যের মিলন বিন্দুতে 
তুমি চেয়ে ছিলে শুধুই দৈহিক 
দহন, হৃদয়ের ব্যাপক 
বিশুদ্ধচেতা অগ্নির 
অবহেলা, 
সেখানেই আমার মোহভঙ্গের আরভমান - - - 

- - - শান্তনু  সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
painting - flame-red-tulip-meridith-martens


আহত নিদ্রার কোলে যখন

তাদের চশমার রং যায় বদলিয়ে ক্ষণে ক্ষণে
ঠিক বহুদর্শনের সেই কাচের খেলা,
ধুসর জীবনের বাস্তবতা
সহজে যায় হারিয়ে,
ওই পাঁচ মাথার
মোড়ের বন্ধু
খুবই
কাছের মানুষ, প্রায়ঃ দেখা হয় কিন্তু সে
যেন অদৃশ্য দূরত্ব নিয়ে কথা বলে,
নাটকীয় মিষ্টি হাসির সঙ্গে,
বলে একটু তাড়া তাই,
প্লিজ কিছু মনে
করিস না
এক দিন
আবার বসব, পলাতক সম্পর্কটা বুঝিয়ে
দেয় খুবই স্পষ্ট রূপে,অসময়ে
নিজের ছায়া ও সাথে
হাঁটতে ভয় পায়,
জীবনের সেই
বিন্দুতে
দেখেছি ভালবাসার শ্বাসরোধিত অবস্থা,
আত্মীয়জনের দ্বিধা, সম্বন্ধের
ক্ষয়্করণ, মৌন অবহেলা,
জড়িয়ে থাকার এক
বাধ্যবাধকতা,
দীর্ঘ নিশ্বাসের
ভিতরে
কাচের ফুলদানির ভাঙ্গন,অঝরিত নকল
ফুলের, নিস্প্রভ সাঁঝে গন্ধের আগ্রহ !
জীবন কে অনেক কাছে হতে
দেখা, বিকল্প হীন রাতে
সকালের জন্য ক্রয়
বিক্রয়ের খেলা,
তখন আমি
অস্তিত্ব কে খুলে, খুব যত্নে পাট করে, রেখে
আসি তার তথাকথিত প্রণয়ের
রহস্যময়ী সিন্দুকে, ভুলে
যেতে চাই কুঞ্জিকা,
কুলুপ এঁটে
ঘুমোতে চায় দেহ এখন একটানা দীর্ঘ ঘুম !

-- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/