শনিবার, ৩০ নভেম্বর, ২০১৩

http://sanyalsplanet.blogspot.com/
french-window-denise-laurin

কুয়াশার অতিক্রমে - -

কোথায় সব কিছু থাকে নিজের নিয়ন্ত্রণে, 
তথাকথিত, আমি এক সুপুরুষ,
বলিষ্ট বাহু, প্রশস্ত বুকের 
ধনী, তবুও যেন 
খুবই নিরীহ,
নিয়তির 
আগে কার চলে, তাই আরশির মুখোমুখি 
পুনরায় জবাবদিহি ! শৈশব থেকে 
আরম্ভ করে মুখের আকুঞ্চনের 
ভিড়ে, তুমি চাও খুঁজে 
বের করতে 
আমার 
বেঁচে থাকার মানে, মায়াবী ওই চৌখুপী 
ছককাটার মাঝে তুমি টেনে নিয়ে 
যেতে চাও বারে বারে, 
আসলে দোষ 
তোমার 
ও নয়, আসলে তুমি এই দুনিয়ার বাইরে 
কোথায়, একে অপরকে পরাজিত 
দেখার সাধ, সহজে যায় 
না মিটে, বরং 
আরও 
যায় বেড়ে, তাই বলি, ওই সরীসৃপ বৃতি 
বাদ দিয়ে সরাসরি ভাবে এগিয়ে 
এস, বড় মাছের খাদ্য 
চিরদিনই পুঁচকে,
এই স্নানকক্ষে 
সবাই 
উলঙ্গ, অত সব মুখোশের খেলা খেলে বা 
লাভ কি ? কোনো অন্য অবকাশের 
দিনে, না হয় পুনরায় খুলবে 
পাপ পুন্যের ডায়েরি,
থাকুক কিছু 
ক্ষণ 
আরও যথারীতি, কুয়াশায় ঢাকা সন্ধ্যা !
আবেগের আঁধার বাড়ুক যত 
দূর পারে, এখনো নিশা 
চর পাখিরা ডানা 
মেলে নি,
এখনো আমার প্রতিবিম্ব যায় নি হারায়ে,

* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
misty morning(1)