মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০১২


ইন্দ্রজালিক ভালবাসা 

আবার সেই শিকল বাঁধা সাঁঝ, রয়েছে চোখের আগে,
পুনরায় জীবন খুলতে চায় মুক্তির দ্বার, পরবাসে 
চাঁদের জোছনা হয় ত খেলে বেলি নৃত্য, 
আঁধার এখানে পথ চেয়ে আছে, 
নিয়ে রজনীগন্ধার গুচ্ছ 
হাতে, এমন ক্ষণে 
সদর দরজায় 
জানিত  
কড়া নাড়া, চন্দ্রলোকিত গন্ধে তার প্রবেশ, ঘনীভূত
প্রেমের ক্রমশঃ তরলতা দিকে গড়িয়ে যাওয়া, 
অদৃশ্য বাষ্পের বিন্দু বিন্দু নিঃশ্বাসের 
গায়ে আবেশের কবিতা লেখা,
জীবনের পথে এই সন্ধি 
ক্ষণে, হঠাৎ লুপ্ত -
প্রায় জল 
স্রোতের অপ্রত্যাশিত রূপে, প্রতীয়মান হওয়া, দেহ 
ও প্রাণে অপবর্গের ছোঁয়া, পরিবেশে তার 
গভীর প্রণয়ের পরাগ কণিকার
ছড়িয়ে পড়া, স্বপ্নের 
মোহিনী রাতের 
তন্দ্রাময় 
নিশুতি ডাক,ঘনিয়ে আনে ইন্দ্রজালিক ভালবাসা !

-- শান্তনু সান্যাল
Painting by Tony Rodriguez