বুধবার, ১০ এপ্রিল, ২০১৩

আলোর স্রোত !

অন্তরতমের গাঢ় নীল অন্ধকারে, খুঁজে পাই নি 
বোধ হয়, নিরুপম আলোর স্রোত ! আরও 
গভীরে সে যেতে চায়, তাই খুলে 
রেখেছি দেহ ও প্রাণের 
সংমিশ্রণে নির্মিত 
প্রবেশিকা 
দ্বার !
তার আবেগের চিত্রলেখ চির তরঙ্গিত, সরল 
রেখার সাথে ভাসতেই চায় না, নদী 
পাহাড়, সমুদ্র মরু, পৃথিবী অভ্র,
উর্বর বন্ধ্য, সে প্রতিবন্ধের 
সীমানা বোঝে না, 
শুধুই ধেয়ে 
যায় 
অনবরত শিরায় শিরায়, নিঃশ্বাসের মাঝে - -
স্পন্দনের লয়ে, বুকের উষ্ণতায়, 
অধর কম্পনে, চোখের 
প্রগাঢ় গুপ্ত গন্ধে !
এমন কি 
ক্লেদ 
কণিকার সঙ্গে বহে যেতে চায়, আত্যন্তিক - - 
রূপে, পূর্ণ গ্রাস করার অভিলাষে,
পুংভাব তখন লুকিয়ে যেতে 
চায় অন্তহীন গভীরে !
* * 
- শান্তনু সান্যাল 
art by Megan Aroon Duncanson