শনিবার, ১২ অক্টোবর, ২০১৩

বুকের অজানা কোণে !

তোমার ছোঁয়া লেগে, মাটির বুকে জাগে -
প্রসুপ্ত স্বপ্নের গন্ধ, তুমি তখন 
শিউলির সাথে একাকার,
হাওয়ায় দেখি এক 
অদ্ভুত টান,
বহে 
আসে অজয় নদীর পার হতে, মেখে সারা
দেহে বাউলের তন্দ্রা, তুমি তখন 
টেনে নিয়ে যেতে চাও
কোন অজানা 
ঢিবির 
নীচে লিখতে চাও আমার অন্তরে প্রণয়ী -
ইতিহাস, সন্ধ্যা যখন নামে পশ্চিমা 
আকাশে, অসময়ের মেঘের 
ফাঁকে তুমি তখন 
অশনি 
সংকেতে ! ভরে যাও জীবনে শ্রাবণের - -
অনুভূতি, পরিতপ্ত ভাবনারা সহসা, 
ভাঙতে চায় রেশমী শুকের 
খোল, উড়ে যেতে 
চায় খুলে 
কোমল ডানা, তুমি তখন নিরীহ শিশুর 
হাসি ধরে রাখতে চাও আমার 
হৃদয়, আধ খোলা কর -
তলে ! আমি তখন 
নিজেই 
ধরা দিতে চাই, পুনরায় হতে চাই বন্দী,
তোমার বুকের অজানা কোণে !
* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.com/
water-lily

অনাবিষ্কৃত অঞ্চল !

মনে করিও না, ওই ক্ষত স্থানে আঙ্গুল রেখে,
পুরাতন ব্যথার বেদনা, ভরে চলেছে -
নিষ্ক্রিয় আগ্নেয়গিরির বুকের
গহ্বর, ভাবনার তরঙ্গে
খেলে যেতে
চায়
মধুমাসের ঢেউ, হৃদয় ঝিলে ফুটে উঠতে -
যেন বিহ্বল, প্রণয়ের শতদল ! পুনশ্চ
জীবনে বাসন্তী বাতাসের -
অভিনব আভাস,
উড়ে যেতে
চায়
বহুকালের বন্দী পাখি, খুলে কুন্ঠিত ডানা, -
ডেকে যায় সুদূর হতে উন্মুক্ত নীল
আকাশ, আবার জীবন চায়
ছুঁতে রহস্যময়ী -
দিগন্ত
রেখা, লিখতে কিছু নতুন পরিভাষা, বুঝতে
অবুঝ পৃথিবীর অনাবিষ্কৃত অঞ্চল !
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/

একাকী অস্তিত্ব ! / ভাঙ্গন ভরা তীরে - -

১. একাকী অস্তিত্ব !
এ কেমন স্থান, দেখি চার দিকে শুধুই ধোঁয়ার
বাদল, এ কেমন পৃথিবী খুঁজে পাই না
নিজের প্রতিচ্ছায়া, সরে চলেছে
সবাই একে-একে জানা
অজানা চেহারা,
সবাই
যেন গুটিয়ে যেতে চায় নিজের ভিতরে, এক
অদ্ভুত হাসির মাঝে ঘুলে যেতে চায়
আত্মীয়তা, ক্ষণিক বন্ধনের
ছাড়া যেন কেউ কাছে
আসতে চায় না,
অদৃশ্য
দুরুত্ব রেখে কেবল আনুষ্ঠানিকতা, না প্রেম
না অনুরাগ, যেন মুখোশ পরার এক
মহা প্রতিযোগিতা, আর হৃদয়
পাগল যথারীতি, খুঁজে
মরে তথাকথিত
ভালবাসা,
পরিশেষে জীবন হাসে নিজের উপরে, সব -
কিছুই ত স্বপ্নের ইন্দ্রজাল, প্রতিবিম্বিত
অট্টহাসের মাঝে রয়ে যায়
একাকী অস্তিত্ব !
* *
- শান্তনু সান্যাল



২.ভাঙ্গন ভরা তীরে - -

ভাঙ্গন ভরা তীরে কেউ পথ চেয়ে রবে,
জরুরি ত নয়, জীবন চায়
অন্ধকারের সাথে
সমঝোতা,
তাই
ফিরে আসে বারে বারে নিজের নীড়ে !
তোমার চোখের আলোয় আছে
উদ্ভাসিত, আমার ঝাপসা
বাসার ঠিকানা, সে
তুমি জানো
কিংবা
না, সেটা তোমার হৃদয়ের মামলা - -
কিন্তু কোথায় যেন, এক
বিশ্বাস জেগে রয়
বুকে নিয়ে,
কিছু
মধুর স্বপ্নের অপ্রত্যাশিত পুনরাবৃত্তি !
তাই পাল নামিয়ে ঘাটে, জীবন
খুঁজে তোমার চোখের
আলোকিত সরু
গলি - -
* *
- শান্তনু সান্যাল

৩.স্পন্দনের মূল্যায়ন - -

স্পন্দনের মূল্যায়ন করা সহজ কোথায়,
তাই চোখের নিথর অশ্রু বিন্দুর
মাঝে, রইলো চিরস্থায়ী
মৌন, প্রণয়ের
অবুঝ
কাহিনী, দেহ তখন অদৃশ্য সত্তার পূর্ণ -
আয়ত্তে, উন্মুক্ত প্রাণ আকাশ
পথে ! তোমার পার্থিব
চাহিদা এবং
আমার
অনন্ত ভালবাসা, কোনো এক গন্তব্যে
হয় তো মিলেছে পরস্পর, কিছু
মুহুর্তের সম্মোহনে, কিন্তু


তুমি যথারীতি
বাঁধতে
পারো নি যাযাবর আত্মা, ঠিক কোনো
পরিযায়ী, অদ্ভুত সুন্দর প্রজাপতির
সমতুল্য সে উড়ে গেছে এক
অন্য অজানা উপগ্রহে !
তুমি তখন পড়ে
রইলে ধরার
বুকে -
ঝরা ফুলের ভিড়ে, জানি না ওই শেষ -
দহনের বেলায় আকাশের অশ্রু
ঝরলো কি না - -
* *
- শান্তনু সান্যাল 

৪.সজল আঁখির মাঝে - -
সেই পথে গেছে মধুমাস কি পাতা ঝরার
ঋতু, জানে না এ মন, শুধুই গেছি
হারিয়ে বারংবার তার
সন্নিধি নিজের
সব কিছু,
সেই পরাজয়ে লুকানো রয়েছে জীবনের -
অমূল্য সৌন্দর্য্য, প্রেম কি অনুরাগ,
অথবা বিধ্বংসের উৎপত্তি,
কিছুই জানে না এই
হৃদয়, কেবল
চোখের
আগে ভাসে তার অপরূপ প্রতিচ্ছায়া, না
পৃথিবীর দহন, না আকাশের মায়া
ভরা জোছনা, কি এমন আছে
তার অদৃশ্য টানে ভুলে
যায় জীবন সহসা
এক মুহুর্তে,
অনন্তকালের ব্যথা বেদনা, সহস্ত্র যুগের -
উপাসনা কি সাধনা, জানি না কি
সম্মোহন রয়েছে তার সজল
আঁখির মাঝে, অসংকৃৎ
ভাবে জীবন চায়
নিমজ্জন,
পুনঃপুনঃ হৃদয় চায় তাকে ভালবাসতে - -
* *
- শান্তনু সান্যাল

৫.আস্থার প্রদীপ - -
সুদুর কোন সন্ধ্যার আকাশ যেন তার
ভালোবাসা, ভরে যায় হৃদয়ের
রিক্ত নদী প্রতি মুহুর্তে,
ভেসে উঠে
সহসা,
রঙীন প্রতিবিম্বিত ভাবনা শান্ত লহরে,
সে অদৃশ্য কি প্রতিভাসিত, বলা
কঠিন, অন্তরে যায় জাগিয়ে
সুপ্ত শিখার আলো,
বিসন্ন ক্ষণে,
জীবন
খুঁজে পায় হারানো পথ সহজে, সঘন -
অন্ধকারে, অন্তর্মনের দ্বার খুলে
কে যেন বলে - আবার
সুন্দর গড়ে উঠবে
সমস্ত কিছু,
কেবল
যেন আস্থার প্রদীপ যায় না কোনো দিন
হারিয়ে - -
* *
- শান্তনু সান্যাল





নিঃশর্ত সব
কিছু - -

প্রত্যাশার
নেপথ্যে, উঠে যাক সমস্ত পারদর্শী রঙ্গীন
যবনিকা, উন্মুক্ত মঞ্চে চলো যাই
হারিয়ে, যত সব বিনিময়ের
অবুঝ জ্যামিতি আর
ভালো লাগে না,
হৃদয় চায়
পরিপূর্ণ মুখোশের স্খলন, বাহির ভেতরের
দ্বন্দ্বের ইতি, সরাসরি ভাবে বুকের
কথা, ভালো কি মন্দ কিছুও
হোক, যা তোমার
ইচ্ছে বলো,
ভাবনার গ্রন্থী যাও খুলে, জীবন চায় এই
মুহুর্তে, অভিনয় রহিত এক
অপরিভাষিত সন্ধি,
নিঃশর্ত সব
কিছু - -
* *
- শান্তনু সান্যাল

emotion 2

সত্যতা,

জানি না কত দূর সে বুঝতে পেরেছে
মনের অবুঝ, অনাবিষ্কৃত
ভাবনার লিপি, আমি
কেবল চেয়ে
রইলাম
নির্বাক তার মুখের দিকে, বোঝাতে
পারি নি কিন্তু তাকে, কোনো
ভাবে, যে কেন মানুষ
স্বপ্নজীবী হয়ে
ওঠে -
তার যাওয়ার পরে ছিল অনেক ক্ষণ,
আকাশগঙ্গা ফেকাশে, শুন্য
নীলাম্বর ! নিঃশব্দ
একাকী মাঝি
আর -
নিম্ন সুরে মাস্তুলের ধ্বনি, নদীর - -
বুকে হারানো ডেউর ঠিকানা !
* *
- শান্তনু সান্যাল

http://sanyalsplanet.blogspot.com/
venice
— 

জানি না - -

এখনো আছে শীতের নরম রোদের স্পর্শানুভূতি,
হৃদয় কোণের কিছু ভীরু অন্ধকার, চায়
পুনরায় তোমায় ভালবাসতে, এক
এমন শীতল নীল আলোর
বাসনা, যদি করে
যেত অন্তর
নীলাভময়, এক এমন অনুরাগে ছোঁয়া বাতাস,
ভরে যেত জীবনে, চন্দনময় আভাস,
অনেক কিছুই চায় জীবন, কিন্তু
প্রশ্নচিহ্ন যেন নিয়তির
প্রিয় বন্ধু, সব
সময় -
দাঁড়িয়ে রয় সটান, এক বিন্দু হতে অন্য পর্যন্ত,
রেখা টানতে গিয়ে দেখি, সরল রেখা -
অজান্তে হয় উঠে আঁকাবাঁকা,
বারে বারে কাটকুট,
পুনরায়
মুছে ফেলা, আবার নতুন ভাবে চিত্রলেখের - -
পরিকল্পনা, নিসর্গে অভিনব রঙের
সন্ধান, কোথায় আছে জানি
না সঠিক গন্তব্য !
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
painting by artist Marina Petro 1
 — with Timothy Paul


বহু দূর, অদেখা বর্ষা বনে - -

মনে করিও না বারে বারে অতীতের ওই
সব কাচের পুতুল খেলা, এস না
আর বেরিয়ে কুয়াশার
পথ হতে নিয়ে
হাতে
কাগজের ফুল, বহু কষ্টে জীবন পেয়েছে
মায়ার বন্ধন থেকে মুক্তি, ডেকো
না আবার ওই ডাক নাম
ধরে, সাড়া পাবে
না কোনো
ভাবে
ভুলে গেছি আমি দুঃস্বপ্নের সেই মুহূর্ত - -
গুলি, কর না নীরব অনুধাবন,
শুন্য ছাড়া কিছুই নেই
আমার কাছে,
যা কিছু
ছিল তোমার দেওয়া, রেখে এসেছি খুব
সাবধানে, খুলে দেখো অবসরে
কোনো দিন অন্তর্মনের
সিন্দুক খানি !
এখনো
হয় ত পাট ভাঙি নি, রয়েছে নিজের - -
জায়গায় যথারীতি, ওই কচি
ভাবনার বস্ত্র খানি, না
আর ধরতে
যেও না
যাযাবর প্রজাপতি, আমি সহজে উড়ে
চলেছি বহু দূর, অদেখা বর্ষা
বনে - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/

painting by gina-femrite

বাঞ্ছিত ভুলের আবেশে - -

স্বপ্নের আয়ু ছিল খুবই অল্প ভোরের সাথে
দিয়ে গেল ফুলের গন্ধে সজলতা,
তোমার প্রতিশ্রুতি ছিল
কাচে গড়ানো
শীশমহল,
কখন যে গেছে ভেঙ্গে বুঝতেই পারি নি !
আকাশ থেকে যখন নেমে এলো
পলকা ভালবাসা, মেঝের
উপরে ছড়ানো
ছিল -
কন্টকমুখী ভাঙ্গা কাচের অসংখ্য টুকরো,
ভাবনার জগৎ তখন সম্পূর্ণ
রক্তরঞ্জিত, চিড় -
খাওয়া
দেহ নিয়ে জীবন দাঁড়িয়ে রয় তোমার -
বন্ধ দরজার, উদাস দোরগোড়ায়,
কম্পিত হাতে নিয়ে কিছু
পুরাতন চিঠি !যে
তুমি লিখে
ছিলে এক দিন বাঞ্ছিত ভুলের আবেশে !
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/

art unknown source - -

নিরুদ্দেশ চোখের ঠিকানা - - ১২ কবিতা গুচ্ছ


১.নিরুদ্দেশ চোখের ঠিকানা - -
তার ফিরে চাওয়ার আড়ালে ছিল কোন
মর্ম, ভিড়ের মাঝে হারানো পরে
এখন হৃদয় খুঁজে তার অর্থ,
আলো ছায়ার অবুঝ
সমীকরণে
ছিল, কত যে যোগ বিযোগ, অন্তে দেখি
সব কিছু মিলেমিশে শুধুই এক
শুন্য, ওই উড়ন্ত চাহনির
ডাকে ঝঙ্কৃত যেন
সমস্ত সৃষ্টি,
থেমে রয় আকশের আলোকসজ্জা, মধ্য
রাতে ঝরে যখন বিন্দু বিন্দু,
শিশির কণা, তার ওই
কুহক ভরা প্রণয়ে
ওঠে এক
অদ্ভুত কুয়াশা, জীবন তখন উতলা - -
খুঁজে নিরুদ্দেশ চোখের ঠিকানা !
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
Painting Mysterious and Beautiful Spanish Woman - unknown source art

২.শুন্যধাবন - -

তার চোখের সজল আলোয় জীবন খুঁজে এক
রাতের পান্থশালা, যখন আঁধার ঘনিয়ে
উঠে, নেপথ্য হতে বুকের মাঝে,
তখন ভেসে রয় তার
নিঃশ্বাস হতে
আমার
প্রাণে, এক অপরূপ তৃষিত সুবাস, খুলে দিতে
যেন উতরোল, সমস্ত দেহের বন্ধ দ্বার,
রন্ধ্রে রন্ধ্রে এক বিচিত্র আনচান,
বক্ষঃস্থলে অদৃশ্য মধুরিম
অগ্ন্যুত্পাত ! অদ্ভুত
অনুভূতির
মাঝে, জীবন জোর করে ধরে রাখতে চায়, -
তার প্রেমের অগোচর নীল শিখা, বেঁধে
রাখতে চায় হৃদয়, সেই অবুঝ
আবেগের উচ্ছৃঙ্খলতা,
অন্তরতমের
গভীরে,
কিন্তু সে তখন উন্মুক্ত পাখি উড়ে যেতে চায়
সুদুর বিস্তীর্ণ আকাশে, ইন্দ্রধনুর ডানা
মেলে, কোনো প্রতিবন্ধকতা
তাকে থামাতে পারে
না, সে তখন
পরিপূর্ণ
ভাবে স্বাধীন, মেঘ, তারক বৃন্দ, আকাশগঙ্গা,
অন্তরিক্ষের রহস্যময় শুন্য গহ্বর, সবাই
নির্বাক চেয়ে থাকে ওই প্রেমের
শুন্যধাবন আকাশপথে,
* *
- শান্তনু সান্যাল

http://sanyalsplanet.blogspot.com/
emerging dream - -

৩.বিলুপ্ত ঘুর্ণাবর্ত - -

তাদের অশেষ দাবির তালিকার মাঝে,
অগ্রাধিকারের নিম্নরেখা টানা
ছিল না সম্ভব, তাই
সুরতি খেলার
আড়ালে
জীবন খুঁজে ছদ্ম প্রেমের বাস্তবিকতা !
তাদের আত্মীয়তার গভীরতা
ছিল খুবই রহস্যময়,
নিজেই ডুব
দিলাম
কিংবা তারা অদৃশ্য হাতে ডুবিয়ে গেল,
জ্ঞান ফেরার পরে দেখি, আমি
ছিলাম শুধুই একা, ভিড়
তখন সরে গেছে
বহুদূর !
তটের এঁদো গলি তখন অচেনা, পর -
জিবি লতায় ঢাকা, ফিরে এলাম
জানি না কিসের টানে,
নদী হতে তথা -
কথিত
নিজস্ব গৃহে, সবাই তখন আশ্চর্যান্বিত,
চেয়ে রয়েছে আমার মুখে, যেন
ফিরে আসা এক উটকো
ঘটনা, অনাহুত
অতিথি
আমার অস্তিত্ব তখন খুঁজে পুনরায় - -
বিলুপ্ত ঘুর্ণাবর্ত, অদৃশ্য পূর্ণ
নিমজ্জন - -
* *
- শান্তনু সান্যাল

http://sanyalsplanet.blogspot.com/
unknown art source 4

৪.উত্স বিন্দু - -

সে কোনো ভাবেই বুঝতে চাই নি, অতিক্রান্ত
করে গেছে আসক্তির সমস্ত অগ্নি রেখা,
ওই পরিপূর্ণ ভাবে সমর্পণের
খেলায়, অনেক কিছু
গেছে বিরত
হয়, এখন
যেন সে এক বিচ্ছিন্ন শিকড়ের চারা, খুঁজে -
সজল মাটির ঠিকানা, আবেগের
ফেকাশে পাতা, আবার
চেয়ে রয় সন্ধ্যার
মেঘ বিহীন
আকাশ,
ব্যাকুলতার ওই মুহুর্তে এমনকি নিজের বিম্ব,
মনে হয় মায়াবী ছায়া, জীবন নিতান্ত
ভাবে এমন সময়ে করে যায়,
নিঃশর্ত সমঝোতা !
বিকল্পের সমস্ত
অবসর
তখন যায় ফুরিয়ে, মরীচিকার হাতে তখন -
মরুদ্যানের গোপন মানচিত্র, তৃষ্ণা নিয়ে
বুকে, অস্তিত্ব তখন শুধুই দেশান্তরী
যাত্রী, অপেক্ষা করে অধীরতার
সাথে মধ্য রাত্রির খোলা
আকাশ,সম্ভবতঃ
ডুবন্ত
তারার পথে, কোথায় যেন আছে পরিত্রাণের
উত্স বিন্দু - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
Bougainvillea beauty

৫.উদাস নদীর তীরে - -

জানি, আর তোমার বুকে ওঠে না সন্ধ্যার
বেদনা, তুমি এখন পরিপূর্ণ রঙ্গীন
আকাশ, ঘিরে আছ নদীর
দুই কূল ধরে এক
মায়াবী
আভাস, আমার প্রাণের তরী দিশাহীন !
এখনো বুঝে না, ছদ্ম শ্রাবণের সেই
পুরাতন প্রবঞ্চনা, এই পার
হতে ওই কিনারা যেন
দশকের ভাসন,
ভেসে রয়
অন্ধকারে, লহরের ভরসায়, জানি তুমি
এখন আকাশগঙ্গার খুব কাছাকাছি,
ছুঁয়ে চলেছ জোছনার ভূমি,
লিখতে চাও অনেক
কিছু জীবন্ত
সংজ্ঞা !
আমি কিন্তু এখনো ধরে আছি মাটির - -
পৃথিবী, গায়ে জড়িয়ে শুষ্ক পাতার
প্রত্যাশা, প্রথম বৃষ্টির ভেজা
মাটির সোঁদা গন্ধ,
এখন তোমার
দেহে -
লিপ্ত আছে বিদেশী তীব্র আতরের গন্ধ !
বহিরাগত অনুভূতি, পরকীয়
পরশে তুমি ভুলে চলেছ
গৃহাকুলতা, আমি
কিন্তু এখনো
কাঁধে ঝুলিয়ে কাপড়ের থলি দাঁড়িয়ে রই,
অকারণে উদাস নদীর তীরে, হয়
ত কোনো এক সন্ধ্যার
ঝাপসা আলোয়,
তুমি করে
যাবে -
অপ্রত্যাশিত ভাবে অবাক আমায়, রেখে
যাবে রিক্ত হাতে কিছু স্বপ্নীল
উপহার - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
art by - DIANE MILSAP

৬.রাতের অন্তিম প্রহরে - -

রাতের অন্তিম প্রহরে, গভীর ঘুম থেকে জাগিয়ে,
সে হঠাৎ চায়, অসমাধিত অভিলাষের
মীমাংসা, কিংবা জীবনের
অপ্রকাশিত সত্যের
উদ্ঘাটন,
নগ্ন বাস্তবের মুখোমুখি, তখন জীবন খুবই ভীরু,
ঢাকতে চায় খোলা জখমের উঠন্ত মুখ,
পাপ ও পুণ্যের মাঝে দোলায়মান
অন্তর্মন ওই মুহুর্তে নির্বাক,
দৌড়িয়ে যায় কল্প -
লোকের
ঝাপসা আলোর পিছনে বহুদূর, রাস্তার দুই ধারে
চেনা অচেনা চেহারার ভিড়, অকস্মাৎ-
দেহের ছায়া যায় হারিয়ে, জীবন
তখন উন্মত্ত, খুঁজে বেড়ায়
আপনজন, কিন্তু
কেউও -
তাকে চিনতে চায় না, সবাই তখন ফিরে আসা
ভুল ঠিকানার বিবর্ণ চিঠি, আধখোলা
আংশিক ছেঁড়া ! জীবন বুঝে
উঠতে পায় না নিজের
হাতের লেখা,
শুধুই
এক দীর্ঘ নিঃশ্বাস, আয়না তখন মনে হয় বিশ্রী,
প্রতিফলনের ভাষা সেই মুহুর্তে বেমানান,
শরীরের বাহ্য স্তর ক্রমশঃ পতনশীল,
আলিঙ্গনবদ্ধ বাহু ধীরে ধীরে
শিথিলতার পথে,
অধরে
এক বিষাক্ত ভাব, তখন জীবন ফিরে আসতে
চায় না নিজের ঘরে, ভেসে রয় শুন্যের
জগতে নিরন্তর - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/

artist Jeremy Mann


৭.জ্বলন্ত বলয় - -

তোমার অবচেতনে আমি আজ ও আছি
বিরাজমান, অথচ তুমি আছ, বেশ
সেজেগুজে অন্যান্য পুষ্পাধারে !
আসলে স্থান বদলিয়ে
গেলে, মৌসুমে
ভিন্নতা
স্বাভাবিক, রূপ রঙ্গে উনিশ বিশ হতে -
পারে, জল, স্থল, আকাশের নিজের
বৈশিষ্ট্য নিজের জায়গায় !
মৌলিকতা কিন্তু
বুকের
মাঝে ভরে রাখে চিরস্থায়ী সুরভি, সে -
কিন্তু বদলায় না কোনো ভাবে,
পৃথিবীর চার দিকে ঘুরে
ফিরে সে আসে
হৃদয়ের
গভীরে, ভিজিয়ে যায় ভাবনার ঊষর
ভূমি অনাহুত সন্ধ্যার বর্ষায় !
তুমি তখন অসামান্য
ভাবে পথ চেয়ে
থাক -
আমার জন্য, ভুলে যাও নিমিষে সমস্ত
কিছু, যদিও, আমি বহুদূর, কিন্তু
তোমার বুকে ভেসে উঠে
অজানিত আবেশের
জ্বলন্ত বলয় !
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
artist, Prashanta Nayak - - Kolkata - India

৮.আঁধারের প্রলেপ - -

সে এক বিলুপ্ত স্রোতের উত্স বিন্দু,
যখনই হয় মুখোমুখি, রেখে
যায় খোলা হাতের
উপরে -
কৌতুহলের স্বপ্নীল প্রজাপতি, আমি
যথারীতি, তাকে দেখে যাই
অবাক চোখে, হয় ত
সে ভালই ভাবে
জানে -
আমার বিস্মৃতির পুরাতন অসুখ !
তাই শল্য শয়নে খুবই যত্নে
ঘুম পাড়িয়ে বলে যায়,
সূর্যের পরবর্তী -
স্থানান্তরণের
জন্য -
অপেক্ষা কর, সম্ভবতঃ সমস্ত দুঃখ
যাবে মুছে, আমি তখন যেন
নিরীহ শিশু, চেয়ে রই
তার সংগ্রামী
রূপ,
ভুলে যাই জীবনের ক্লান্ত আবর্তন,
পুনরায় সাজিয়ে যাই রিক্ত
পুষ্পাধার, সূর্যাস্তের
অপেক্ষা করি,
আঁধারের
প্রলেপ,
রেখে যাই ধীরে ধীরে রোদে পুড়ে
যাওয়া দেহের উপরে, হৃদয়
তখন অধীর, ছুঁতে চায়
প্রেমের অগোচর
জোছনা !
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/


artist RUTH PALMER

৯.বৃত্তের বাইরে - -

নিজের ওই বিষন্ন, মনমরা বৃত্তের বাইরে ও
আছে এক সুন্দর পৃথিবী, কোনো দিন
আমার চোখের সাথে নিজের
দৃষ্টি মিলিয়ে ত দেখো,
তোমার নয়নে
আছে কত
যে সুপ্ত অভিলাষ, কত অদেখা স্বপ্নের স্পর্শ,
কোনো দিন নিভৃতে, সজল অনুভূতির
শীত দহন, আমার বুকের মাঝে,
নিঃশর্ত বিলিয়ে ত দেখো,
ওই সুদূরের ডুবন্ত
তারার পথে
এখনো জেগে আছে জোছনা ভরা অজানা -
জগৎ, নিশান্তের আগে ভাঙা সুর
পুনরায় মিলিয়ে ত দেখো,
ফুলের নিয়তি যা
কিছু হোক,
শেষ প্রহরে ঝরার পূর্বে সে ছড়িয়ে যায় এক
সুবাসিত স্মৃতি, কোনো দিন এমনি
সহজে, আমার জন্য নিজেকে
সাজিয়ে ত দেখো,
আয়নার
আছে নিজস্ব প্রতিবদ্ধতা, সত্যের অন্বেষণ !
সে নিয়ে ভাবনার মন্থন এই মুহুর্তে
অর্থহীন, হৃদয়ের অধীর -
স্পন্দন চায় কিছু
মধুর উপলব্ধি,
কিছু - -
ক্ষণের অব্যাহতি, ভাবনার অর্ধ মুকুলিত - -
পুষ্প, কোনো দিন সহসা ফুটিয়ে ত
দেখো - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/

unknown art source 3

১০.চাপানো উচ্ছ্বাস - -

শুধুই এক চাপানো উচ্ছ্বাস আছে বাকি,
তোমাকে ঘিরে সকালের শৈশব,
খেলেছে সূর্যের সাথে
অবসন্ন খেলা,
তোমার
অপেক্ষায় সন্ধ্যার ঝাপসা আলো হয়ে -
চলেছে বুড়িয়ে, তবুও কোথায়
যেন এলোমেলো রঙে -
এখনো আছে কিছু
জীবন্ত -
নিঃশ্বাসের অতিক্রমিক রেখার জাল !
তোমার আশেপাশে অদৃশ্য
লুকিয়ে থাকে, নিশি -
পুষ্পের রহস্য
ভরা -
গন্ধ, তাই তোমায় কাছে পেয়ে দেহের
সুপ্ত চেতনা জেগে উঠে সহসা,
সান্ধ্য গগনে দেখি, ভেসে
চলেছে গোলাপী
মেঘ -
জানি না কোথায় হতে ফিরে আসে - -
বারে বারে, তোমায় গভীরে
পাওয়ার উত্কন্ঠা !
জীবন ফিরে
পায় -
অকল্পিত পরশে, প্রাণের পরিপূর্ণতা !
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/

by George Miller Abstract-Painting

১১.অপ্রত্যাশিত পরিবর্তন - -

সব কিছুই ছিল খাপছাড়া, বিশৃঙ্খলতা মাঝে
ভবঘুরেমি একরাশ, ধোঁয়ায় উড়িয়ে
দেওয়ার মনোভাব, শুধুই এক
ভ্রাম্যমান সকাল, উড়ো
উড়ো সন্ধ্যা কে
ধরে -
রাখার বিফল প্রয়াস, আঁধারের সাথে ফ্লার্ট,
আয়নার সাথে মৌন কথোপকথন,
ধুম্র বলয়ে উড়ন্ত স্বপ্ন কে
শুভ রাত্রি বলা, হয়
ত সে গুলো
ছিল -
বোকামি, এক পরিপক্ক মুর্খতা তবু ও জানি
না কেন, ও গুলো ছিল খুবই বুকের
কাছে, ধারণাতীত তোমার
অনুপ্রবেশ গেছে সব
কিছু বদলিয়ে,
হঠাৎ -
কোনো এক রাতে, তুমি গেছ ঢেকে ঝুলন্ত
চাদর, খুবই যত্নে, আলতো হাতে
উন্মুক্ত দেহে, বন্ধ অধরে
রেখে গেছ চুপচাপ
তপ্ত তৃষ্ণা,
বিছানার ঠিক কাছে, সাজিয়ে গেছ ভাঙা
পুষ্পাধার, তাই আজকাল অবেলায়
ঘুম যায় ভেঙ্গে, কিসের এক
আবেগী গন্ধ ভেসে রয়
আশেপাশে !
এক -
অদৃশ্য সত্তা, পোষ মানাতে চায় বন্য জীবন,
* *
- শান্তনু সান্যাল

http://sanyalsplanet.blogspot.com/

artist Gwen Fox

১২.কল্পনার অপর পারে - -

অনাদি, অনন্ত ওই তরঙ্গে তুমি গেছ ভাসিয়ে
কাল রাতে, আমার শরীর ও আত্মা !
এখন শুধুই একরাশ শল্ক
রয়েছে ছড়ানো
জীবন -
সাগরের তীরে, দেখেছি তোমায় মধ্য রাতে -
কমলরুপি অসংখ্য পাপড়ির মাঝে,
উঠে আসছ মকরন্দ মেখে
সমস্ত গায়ে, প্রলয়ী
আবেশের
সাথে, আমি তখন বিস্মিত চোখে হারিয়ে - -
গেছি তোমার মাঝে চিরতরে, না
তখন ছিল পৃথিবীর অস্তিত্ব,
না ছিল আকাশের
কল্পনা, এক
অজ্ঞাত
শুন্যে তুমি নিয়েছ আমায় টেনে, অবিরাম
দিগন্তের সেই ভাসনে আমি খুঁজে
পেয়েছি তোমার সর্ব
ব্যাপ্ত সৌন্দর্য্য,
কখনো
মরুভূমির বুকে, কখনো বৃষ্টি বনের মাঝে -
এক অসীম উদ্বর্তনের উত্কন্ঠা
তুমি ঢেলেছ প্রাণে !
* *
- শান্তনু সান্যাল


http://sanyalsplanet.blogspot.com/
artist Suzanne McLean

জোছনা

জড়িয়ে গায়ে আমি বাধিয়ে এলাম, এক
বিচিত্র ব্যাধি, যাকে বলে দহনের
জন্য আমন্ত্রণ, অজানা
কৌতুহল এক
বিচিত্র
অস্থিরতা, সেখান থেকে জীবনে নব -
সূত্রপাত, সব কিছু আশেপাশে
থাকার পরেও, কিসের
যেন সন্ধান,
আজব
শুন্যতা ঘেরা পরিবেশ, ভিড়ের মাঝে
যেন একাকী, বুকের ভিতরে
অজানা প্রবাহের সৃষ্টি,
অনাহুত ঘটনার
আশঙ্কা !
হৃদয়ের বাতায়নে অস্বাভাবিক গন্ধ, -
কখনো বন্য কুসুম, আবার
কখনো মনে হয় -
ফুটে আছে,
গায়ে
জড়িয়ে হাসনুহানার বাহার সম্পূর্ণ -
দেহ ও প্রাণে, একাকার, যেন
উচ্ছলিত ভাবনার
সুধা কুম্ভ
প্লাবিত পূর্ণ পৃথিবী, আকাশ, অন্তরিক্ষ !
* *
- শান্তনু সান্যাল

http://sanyalsplanet.blogspot.com/
realistic-still-life-painting by sinoorigin

চোখের অবিনশ্বর ভাষা - -

হয় ত আবার তুমি ফিরে আসবে ওই 
প্রশান্ত সমুদ্র তীরে, একাকী 
কিংবা কোনো অন্য 
সঙ্গীর সাথে,
আর 
হয় ত নিঃশব্দ চোখে খুঁজে বেড়াবে -
বিলুপ্ত পদচিহ্ন, অনন্তকালের 
প্রতিশ্রুতি শুধুই 
বইর কথা,
আর 
কাহিনীর আয়ু চিরদিনই অল্পকালীন,
নিসর্গের নিজের এক বিধান 
আছে, সময়ের সাথে 
সব কিছুই যায় 
বদলিয়ে,
তাই 
কল্পনার বাহিরে ভালবাসা  শুধুই - -
ঝুঁকিপূর্ণ ! কবিতার পৃষ্ঠায় 
অনন্ত প্রেমের সন্ধি !
আজগের মত 
থাক 
রহস্যময়ী ভাবে লুকিয়ে, কোনো এক 
দিন পরজন্মে, পুনরায় আমি 
শুধাবো আমার বুকের 
অন্তহীন ভাবনা,
মৌন 
চোখের অবিনশ্বর ভাষায়, যদি তুমি 
বুঝতে পারো - -
* * 
- শান্তনু সান্যাল 
painting by - william-cunningham-a-quiet-moment
http://sanyalsplanet.blogspot.com/