বুধবার, ৪ ডিসেম্বর, ২০১৩

ফিরে আসে না কী - -

ফিরে আসে না কী, সব কিছু, মেঘলা দিনের 
একঘুঁয়ে রোদ, পরিচিত হাতের কড়া 
নাড়ার শব্দ, তীর বদলানো 
নদীর ঢেউ, বিলুপ্ত 
রজনীগন্ধার 
শিকড়,
অনেক কিছুই ফিরে আসে, মৌসুমের সাথে 
জীবনের উপত্যকার রঙ যায় 
বদলিয়ে, কখনো সবুজে 
নীলের আভাস, 
আবার 
বহু বার দেখেছি মরু বালিয়াড়ি সম জ্বলে 
রয়, ধুসর জীবনের পরিত্যক্ত প্রান্তর,
খুবই সহজে পাশ কেটে যায় 
অনেক সময় অন্তরঙ্গি 
শ্রাবণের মেঘ, 
জ্বলন্ত 
হৃদয়ের কাছে থাকে না বহু বার অন্য - - 
কোনো বিকল্প, ফিরে আসে না কী,
প্রথম প্রেমের প্রথম সংবেদন,
অপ্রত্যাশিত ভাবে 
বুকের মাঝে 
সে এক 
বিচিত্র কিন্তু মধুর ব্যথার কম্পন, জানি 
না, সবাই কী ফিরে পায় হারানো 
স্মৃতির স্বরলিপি কিংবা 
শুধুই আঁধারে 
সুরের 
মৃগতৃষার পিছনে ধেয়ে যাওয়া ক্রমশঃ 
বহুদূর - - 

* * 
- শান্তনু সান্যাল  
  

http://sanyalsplanet.blogspot.com/
The Long Road by Christopher Clark