অশ্রুময় চোখে দিও না অর্ঘ্য
গহন আঁধারে কিছু দীপ ভাসিয়ে
ঘাটের চাতালে একাকী বসে
পথ চেয় না আমার,
শেষ নৌকার যাত্রী ফিরেছে কবে
মন্দিরে এখনো বৃন্দ গান
যেন উঠেছে ঝঞ্ঝা তুমুল কন্ঠে
প্রেমের আহুতি, ভষ্ম দেহ ও প্রাণ
নির্বন্ধ ছিল লুকোনো অনুরাগ
নদীর উতল ধারায় বিসর্জিত হলো
যুগের তৃষিত মান অভিমান
তুমি ছিলে, তুমি আছ, জানি একদিন
উদ্বেলিত মন পাবে অবসান
ফিরে যাও নীড়ে ক্ষনিক আবেশে
দিও না বন্ধু মহা প্রতিদান //
-- শান্তনু সান্যাল
বাংলা আধুনিক কাব্য গুচ্ছ / BENGALI MODERN POETRY - শান্তনু সান্যাল / SHANTANU SANYAL © It's subject to copyright.
রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১০
হিংস দর্শন
আসন্ন প্রলয়ন্কারী চক্রবাতে
তুমি থাকবে মাঝ নদীর বুকে,
নৌকা ডুবির আগে যদি পারো
ঝাপ দিও, সুদূর তীরে পরিত্রাণ
পাবে, মুক্তির শিখা নিভি নি, এখনো
নদীর দুই ধারে আকাশ ভেঙেছে,
অনুতপ্ত মেঘের, বহু খন্ডিত দেউল,
বজ্রপাত থামি নি এখনো, ভাঙা
প্রতিমার অঙ্গে প্রতিশোধের অগ্নি
অবিরাম, সহস্ত্র দহনে জেগে আছে,
তোমার রচিত আগ্নেয় বলয়
প্রথমে তোমায় গ্রাস করবে,
হিংস মানুষের বলিদান চায়
মৌন সমস্ত দেব দেবীর আত্মা,
খুঁজে দেখো পূনর্জীবনের অমৃত,
যদি পেয়ে থাকো বাঁচিয়ে নিও
নিজের হিংস দর্শন --------------
-- শান্তনু সান্যাল
তুমি থাকবে মাঝ নদীর বুকে,
নৌকা ডুবির আগে যদি পারো
ঝাপ দিও, সুদূর তীরে পরিত্রাণ
পাবে, মুক্তির শিখা নিভি নি, এখনো
নদীর দুই ধারে আকাশ ভেঙেছে,
অনুতপ্ত মেঘের, বহু খন্ডিত দেউল,
বজ্রপাত থামি নি এখনো, ভাঙা
প্রতিমার অঙ্গে প্রতিশোধের অগ্নি
অবিরাম, সহস্ত্র দহনে জেগে আছে,
তোমার রচিত আগ্নেয় বলয়
প্রথমে তোমায় গ্রাস করবে,
হিংস মানুষের বলিদান চায়
মৌন সমস্ত দেব দেবীর আত্মা,
খুঁজে দেখো পূনর্জীবনের অমৃত,
যদি পেয়ে থাকো বাঁচিয়ে নিও
নিজের হিংস দর্শন --------------
-- শান্তনু সান্যাল
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)