সহজ কোথায়, মায়ার মাকড় জালের বাইরে -
artist Marina Pedro
আসা, যখন ও ছিঁড়ে যায় পলকা প্রেমের
সুতো, হৃদয়ের কম্পন বেড়ে যায়
গুরুতর, অস্তিত্ব ঝুলে রয়
অস্থির ভাবে
নিম্নাভিমুখী, ওই শুন্যের মাঝে জীবন খুঁজে - -
আনত শাখা প্রশাখার অগ্রভাগ ! সেই
প্রান্তে জরুরি নয় আশ্রয় হবে
হৃদয় অনুযায়ী, এক
ছলনা হতে
অন্য -
প্রবঞ্চনার সূত্রপাত, অতৃপ্ত দেহ ও প্রাণ করে - -
যায় প্রতি মুহুর্তে অভিনব চুক্তি, তাই
ভাবি তোমার প্রেমে সব কিছুই
পানীয়, গরল কি অমৃত !
সেটা তোমার মনে
থাক, আমার
বুক চায়
শুধুই স্থায়ী পরিতৃপ্তি, জড়িয়ে রাখা মায়ার - -
সংসার, এই ছাড়া সহজ নয় জীবনের
মুক্তি ! সুতরাং হৃদয় ভাসতে চায়
তোমার সাথে পুনরায়
মায়াবী আকাশে
চিরতরে !
* *
- শান্তনু সান্যাল
artist Marina Pedro