মেঘলা আকাশ আর রাতের অন্ধকার,
তবুও কোথায় যেন এক বিন্দু
আলো, এখনো আছে
আমার নয়নের
তলে !
থাক না, এই ভাবে তোমার প্রণয়ের - -
সজলতা সারা রাত, নীহার
ভেজা শিউলির বৃন্তে,
জানি সবাই যায়
হারায়ে, এই
জগতের
হাট বাজারে, তবুও সাজে নিত্য নতুন
নাগরদোলার রঙীন চক্রাবর্ত !
কখনো তুমি ছুঁয়ে চলেছ
উড়ন্ত গুড়ো মেঘ,
আর কখনো
আমি
চাই ধরতে পৃথিবীর বুকের ঝরা পাতা,
দেখতে চাই বিলুপ্ত বসন্তের কিছু
ছাপ, হয়'ত এখনো আছে
বাকি কিছু সুগন্ধ !
আর তোমার
কম্পিত
হাতের প্রথম পরশের আবেগভরা - - -
অনুভূতি !
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
Chris Aiton ~ Mixed media painting
তবুও কোথায় যেন এক বিন্দু
আলো, এখনো আছে
আমার নয়নের
তলে !
থাক না, এই ভাবে তোমার প্রণয়ের - -
সজলতা সারা রাত, নীহার
ভেজা শিউলির বৃন্তে,
জানি সবাই যায়
হারায়ে, এই
জগতের
হাট বাজারে, তবুও সাজে নিত্য নতুন
নাগরদোলার রঙীন চক্রাবর্ত !
কখনো তুমি ছুঁয়ে চলেছ
উড়ন্ত গুড়ো মেঘ,
আর কখনো
আমি
চাই ধরতে পৃথিবীর বুকের ঝরা পাতা,
দেখতে চাই বিলুপ্ত বসন্তের কিছু
ছাপ, হয়'ত এখনো আছে
বাকি কিছু সুগন্ধ !
আর তোমার
কম্পিত
হাতের প্রথম পরশের আবেগভরা - - -
অনুভূতি !
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
Chris Aiton ~ Mixed media painting