সোমবার, ৭ জুলাই, ২০১৪

বনসাই আত্মীয়তা - -

 রোজ সকালে দেখি সে দাঁড়িয়ে থাকে,
পার্কের বাইরে, ঠিক অমলতাসের
নিছে, আবছা আলোয় চেয়ে
রয় যেন সুদুর প্রান্তরে,
হয়'ত খুঁজে লুপ্ত
শৈশবের
কিছু বিশৃঙ্খল দিনগুলি, মন তখন - -
কাঁদা মাটি পেরিয়ে পুকুর পারে,
যেন দৌড়িয়ে যেতে চায়,
কাচিক ডানা
ওয়ালা
ফড়িং এর পিছনে, ধরতে চায় ওই
ছদ্মবেশী প্রজাপতি, যে উড়ে
চলেছে নয়নতারার
ঝোপে, তার
নিবন্ত
চোখের ভাষা বুঝতে খুব ইচ্ছে করে,
দেখা হলেই কিন্তু আমি ভুলে
যাই সব কিছু, সামনে
দাঁড়িয়ে রয় শুধুই
কংক্রিটের
জঙ্গল,
আর বামনগাছের সারি, নিঃশ্বাসটা
ও যেন কেমন পর পর লাগে,
উপায় কিছুই নাই, তাই
বনসাই আত্মীয়তা
জড়িয়ে রাখি
বুকে - -

* *
-  শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.com/
art by pino daeni