তুমি আজও শীতকালীন, পড়ন্ত বেলার
নরম রোদ্দুর, লুকিয়ে গায়ে মেখে
রাখতে চায় এ জীবন, তাই
কখনো সখনো দেখি
স্মৃতির অলিন্দে,
সন্ধ্যার
রয় আপন মনে অনেক ক্ষণ, তুমি
আজও যেন শিউলির চাপা
জাফরান গন্ধ, পাতা
ঝরার মৌসুমেও
জড়িয়ে
থাকো সারাটা শরীরে, কোনো মসৃণ
কাশ্মীরি শালের রূপে ! যাকে
বলে বহির্গামী শীতের
গোলাপী আভাস,
আশ্চর্য্য
বৈকি ! বারংবার মধুমাস এলো গেলো,
নিসর্গের নিয়ম চিরস্থায়ী, নিজের
জায়গায় সময়ের হাতে সঠিক
বাঁধা, তবুও তুমি দেখি
একটুও বদলাও
নি, বুকের
মাঝে, যথারীতি আগের যেমন ছিলে -
রোদ ছায়ার মিলন বিন্দু তে, হাসি
কান্নার মাঝে এক তির্যক
রেখার সমরুপে
উপস্থিত !
অদৃশ্য থেকেও, তুমি করে যাও অদ্ভুত
অধিকরণ - -
* *
- শান্তনু সান্যাল