যা ইচ্ছে নাম দিও
এই যে শুনুন, আপনি কি চিনেন ওই
লিকলিকে মানুষ, মোটা চশমায়
ঝুলন্ত ভাসা - ভাসা চোখ
মাথায় টাক, কিছু
লিখত ঠিকত,
মনে হয়
নামটি কি যেন, এই যে ভুলে যাওয়ার বেরামটি -
মন্ত্র মুগ্ধ চেয়ে আছি তার মুখে নিজের
আত্মজীবনী, শুনেছি এককালে
তিনি না কি জঙ্গল মহলে
ঘুরে ঘুরে কি যেন
জন জাগৃতি
ঠাগ্রতি
করে যেতেন, তাই না কি, তাহলে এখন কোথায়,
আমার প্রশ্নের সেঁকা জানি না কত দূর,
ছুঁয়েছে তার মর্মের ত্বক, অল্প
বিরামের পরে তিনি
দেখি, আবার
প্রস্তুত,
এর মধ্যে সাত টার উপনগরীয় লোকাল গেছে,
পার হয়ে কচুরি পানার জগত, কাঁপিয়ে
ঝাঁপিয়ে সমস্ত বাগদি পাড়া হতে
সাঁওতাল ভিটা, মহুয়া
গাছের ছায়া,
নালার
গায়ে ভাঙা পুল, গাল চিপা সাঁঝ নেমেছে মনে হয়
অরণ্যের পাংশু রঙ্গী ঝুলন্ত বুকে, আঁধার
খুঁজে চাঁদের বিম্ব, রিক্ত হাঁড়ির
হাঁড়িয়া গেছে ফুরায়ে
বহু দিন আগে,
এখন আমি থাকি গা ঢাকা, গোলাপী শীত যদি
লাগে গায়ে, আমার যে শীতের ধাত,
না ভাই, আমি চিনি না, হয় ত
কখনো দেখেছি কিন্তু
আপনি - - -আর
জেনে কি বা
হবে,
ওই পাহাড়ের নিভানো আগুন, খুঁজি বর্ষার ক এক
ফোঁটা জল, আমি কাহিনীর হারানো শীর্ষক
খুঁজি উপসংহার, লেখকের নাম,
যে করেছে আমায় স্বপ্নময়,
এখন নিজেই যেন সে
নিখোঁজ - - -
-- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
http://sanyalsplanet.blogspot.com/