সে জানতে চেয়ে ছিল স্বাধীনতার পরিভাষা -
গণতন্ত্রের সংজ্ঞা, বিস্মৃত সংগ্রামীদের
ইতিহাস, আমি কিন্তু নিরুত্তর,
আমার সামনে ভেসে
উঠেছে তখন
রক্তাক্ত
পৃথিবী, নিষ্ঠুর মানবতা, দগ্ধ স্তনে লিপ্ত - - -
নবজাত শিশু, উধ্বস্ত গ্রামের
মৌন ক্রন্দন, বিধবার
মরু সিঁথি, খণ্ডিত
বিধ্বস্ত
দেউলের নীরব প্রাঙ্গন, জীবন্ত মাংসের বিক্রি,
খুব কাছের মানুষের হাতে রক্ত রঞ্জিত
কাটারী, কে যেন তপ্ত লোহার
শল্য দিয়ে লিখে গেছে
বুকের উপরে
আমি
আজ থেকে উদ্বাস্তু, দেশহারা তথাকথিত - -
চির দেশান্তরী, তখন থেকে আমি
চির ভ্রমনশীল মানুষ, সতত
হারানো শিকড়ের অবুঝ
সন্ধান, সময়ের
সাথে ভুলে
গেছি
আসল ঠিকানা, শুধুই এক ভাসা ভাসা স্মৃতি,
আসলে আমি নিজেই আর খুঁজতে চাই না
ওই ধ্বংস স্তুপের মাঝে শৈশবের
আতঙ্ক, খুঁজে হবে ও কি !
আপন আর পরের
পরিচয়
বয়স ভালই ভাবে বুঝিয়ে দিয়েছে, তাছাড়া
সময় হলো মস্ত বড় মেরামতকারী,
গভীরতম ঘা ও যায় ভরে
ক্রমশঃ, কিন্তু কি
সব কিছু
যায়
বদলিয়ে স্থান্তরণের পরে, বলা মুশকিল, এক
পরিচ্ছেদ শেষ হলেই অন্যের উত্পত্তি,
জীবন চির দিনই দিশাহারা -
নৌকো, ভেসে রয়
অনবরত
নতুন
ঘাটের সন্ধানে, জানা সত্তেও যে সোপানের
ভিত্তি অনিশ্চিত - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
গণতন্ত্রের সংজ্ঞা, বিস্মৃত সংগ্রামীদের
ইতিহাস, আমি কিন্তু নিরুত্তর,
আমার সামনে ভেসে
উঠেছে তখন
রক্তাক্ত
পৃথিবী, নিষ্ঠুর মানবতা, দগ্ধ স্তনে লিপ্ত - - -
নবজাত শিশু, উধ্বস্ত গ্রামের
মৌন ক্রন্দন, বিধবার
মরু সিঁথি, খণ্ডিত
বিধ্বস্ত
দেউলের নীরব প্রাঙ্গন, জীবন্ত মাংসের বিক্রি,
খুব কাছের মানুষের হাতে রক্ত রঞ্জিত
কাটারী, কে যেন তপ্ত লোহার
শল্য দিয়ে লিখে গেছে
বুকের উপরে
আমি
আজ থেকে উদ্বাস্তু, দেশহারা তথাকথিত - -
চির দেশান্তরী, তখন থেকে আমি
চির ভ্রমনশীল মানুষ, সতত
হারানো শিকড়ের অবুঝ
সন্ধান, সময়ের
সাথে ভুলে
গেছি
আসল ঠিকানা, শুধুই এক ভাসা ভাসা স্মৃতি,
আসলে আমি নিজেই আর খুঁজতে চাই না
ওই ধ্বংস স্তুপের মাঝে শৈশবের
আতঙ্ক, খুঁজে হবে ও কি !
আপন আর পরের
পরিচয়
বয়স ভালই ভাবে বুঝিয়ে দিয়েছে, তাছাড়া
সময় হলো মস্ত বড় মেরামতকারী,
গভীরতম ঘা ও যায় ভরে
ক্রমশঃ, কিন্তু কি
সব কিছু
যায়
বদলিয়ে স্থান্তরণের পরে, বলা মুশকিল, এক
পরিচ্ছেদ শেষ হলেই অন্যের উত্পত্তি,
জীবন চির দিনই দিশাহারা -
নৌকো, ভেসে রয়
অনবরত
নতুন
ঘাটের সন্ধানে, জানা সত্তেও যে সোপানের
ভিত্তি অনিশ্চিত - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/