দীর্ঘস্থায়ী কিছুই নাই, জানা সত্তেও হৃদয় -
প্রতি মুহুর্তে গড়ে যায় স্বপনের
তাজমহল ! ভরে যায়
ধুসর ভাবনায়
রঙিন
আকাশের ছায়া, লিখতে চায় কল্প লোকের
গল্প কাহিনী, হয় ত তুমি বলবে
যত সব নিরর্থক রচনা,
কল্পনায় কি জীবন
চলে কিন্তু
এখানে আমি প্রতিবাদী, স্বপ্ন বিহীন জীবন
কিসের জীবন, চোখের আগে ভেসে
রয় ওই ভাঙা শেওলা মাখা,
প্রাচীরের গায়ে
লতানো
অনামা ফুলের বল্লরী, ভাঙ্গনের মাঝেও -
গড়ার অনুভূতি, পুনরাঙ্কুরণের
তীব্র অভিলাষ, পুনরায়
ভেসে ওঠার
অদম্য
উত্কন্ঠা, এখানেই জীবনের সার্থকতা - -
খুঁজে হৃদয়, রোদ ছায়ার মধ্যখানি
এক সরু রেখা যেখানে
লুকিয়ে রয়
তোমার
আমার হারানো হাসির ঝিলিক, মন্দ কি
যদি আমি স্ব্পনজিবি, অধরা হলেও
ধরার ইচ্ছে বুকের মাঝে যে
মরতে চায় না কোনো
দিন, সেটা প্রেম
কি স্বপ্ন !
যা চাও নাম দিতে পারো, শুধুই আশার
কিরণ যেন না যায় মুছে - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
art by nancy goldman 1
প্রতি মুহুর্তে গড়ে যায় স্বপনের
তাজমহল ! ভরে যায়
ধুসর ভাবনায়
রঙিন
আকাশের ছায়া, লিখতে চায় কল্প লোকের
গল্প কাহিনী, হয় ত তুমি বলবে
যত সব নিরর্থক রচনা,
কল্পনায় কি জীবন
চলে কিন্তু
এখানে আমি প্রতিবাদী, স্বপ্ন বিহীন জীবন
কিসের জীবন, চোখের আগে ভেসে
রয় ওই ভাঙা শেওলা মাখা,
প্রাচীরের গায়ে
লতানো
অনামা ফুলের বল্লরী, ভাঙ্গনের মাঝেও -
গড়ার অনুভূতি, পুনরাঙ্কুরণের
তীব্র অভিলাষ, পুনরায়
ভেসে ওঠার
অদম্য
উত্কন্ঠা, এখানেই জীবনের সার্থকতা - -
খুঁজে হৃদয়, রোদ ছায়ার মধ্যখানি
এক সরু রেখা যেখানে
লুকিয়ে রয়
তোমার
আমার হারানো হাসির ঝিলিক, মন্দ কি
যদি আমি স্ব্পনজিবি, অধরা হলেও
ধরার ইচ্ছে বুকের মাঝে যে
মরতে চায় না কোনো
দিন, সেটা প্রেম
কি স্বপ্ন !
যা চাও নাম দিতে পারো, শুধুই আশার
কিরণ যেন না যায় মুছে - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
art by nancy goldman 1