এখানে প্রতিধ্বনিরা করে আত্মঘাত,
এখানেই জীবনের প্রতিফলন
যায় হারিয়ে, সে যেন
এক অবুঝ দ্বীপ
ভেসে যায়
কোন উজানমুখী স্রোতে, আর মৌন
ভাষায় করে যেন চাপা অট্টহাস।
সন্ধ্যা যখন নেমে আসে
অরণ্য পথ হতে
বুকের অন্ধ -
গহ্বরে,
সম্ভবতঃ, অনিচ্ছায় আমি ফিরে যাই
তোমার হৃদয়ের খুব কাছে।
ওই বুড়ো অশ্বত্থ গাছের
মাথায় ভরে ওঠে
ক্রমে - ক্রমে
আকাশব্যাপী কলরব, আর তুমি হয়ে
ওঠো নির্বিকার ঘাটে বাঁধানো
নৌকো, আর আমি খুঁজি
নিজের অস্তিত্ব,
তোমার
দেহের অভ্যন্তরীণ কোষ কেন্দ্রকে কিছু
অশোষিত জলের রূপে, যেন আমি
চাই বাঁচতে তোমার নিঃশব্দ
উচ্ছ্বাসে - -
* *
এখানেই জীবনের প্রতিফলন
যায় হারিয়ে, সে যেন
এক অবুঝ দ্বীপ
ভেসে যায়
কোন উজানমুখী স্রোতে, আর মৌন
ভাষায় করে যেন চাপা অট্টহাস।
সন্ধ্যা যখন নেমে আসে
অরণ্য পথ হতে
বুকের অন্ধ -
গহ্বরে,
সম্ভবতঃ, অনিচ্ছায় আমি ফিরে যাই
তোমার হৃদয়ের খুব কাছে।
ওই বুড়ো অশ্বত্থ গাছের
মাথায় ভরে ওঠে
ক্রমে - ক্রমে
আকাশব্যাপী কলরব, আর তুমি হয়ে
ওঠো নির্বিকার ঘাটে বাঁধানো
নৌকো, আর আমি খুঁজি
নিজের অস্তিত্ব,
তোমার
দেহের অভ্যন্তরীণ কোষ কেন্দ্রকে কিছু
অশোষিত জলের রূপে, যেন আমি
চাই বাঁচতে তোমার নিঃশব্দ
উচ্ছ্বাসে - -
* *