শনিবার, ২৬ এপ্রিল, ২০১৪

কৈফিয়ৎ - নামা - -

কৃষ্ণ পক্ষের রাতে সে দাঁড়িয়ে রয় 
একাকী সঘন অন্ধকারে, 
হাতে নিয়ে কিছু 
আলোকের 
কণা !
তার আবেগের ধারায় বহে যায় 
সব কিছু, অন্তর্মনের ওই 
মহাপ্লাবনে, জীবন 
খুঁজে পায় 
কায়া -
কল্পের মহামন্ত্র, নেপথ্যের নিখোঁজ 
মানবতা ফিরে পায় মৌলিক 
সুন্দরতা, সমস্ত চেনা 
অচেনা চেহারা 
সহসা 
উদ্ভাসিত, মানুষ তখন পূর্ণতা -
দিকে, আদিম খোল হতে 
পায় মুক্তি, সমস্ত 
আস্তিকতা
তখন 
জবাবদিহির পথে, অদৃশ্য সত্তার 
হাতে তখন ঘাড়ের অস্থি,
চায় আসল মানুষের 
পরিচয় পত্র 
নিখুঁত !
বিদ্বেষ বিহীন, সর্ব কল্যাণের - - 
মোহরে সম্পাদিত 
কৈফিয়ৎ -
নামা,

* * 
- শান্তনু সান্যাল   


http://sanyalsplanet.blogspot.com/
art by Glenn Ichimura of Kauai