সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০১৪

অন্তহীন সুড়ঙ্গপথ - -

অনেক দিন আগে, কে যেন অন্তিম বার 
ডেকে ছিল আমায়, ছোটবেলার
ডাক নামে, কোন এক
অলসভরা দুপুরে,
চেয়েছিল
খেলতে চোখের ভাষায় আবেগের খেলা,
ছাদের ওই কোণে আজও বেশ
বিস্তৃত ভাবে আম গাছের
ছায়া পড়ে, আর
ভেসে ওঠে
তার উন্মুক্ত হাসি ভরা চেহারা, ছাদ - -
থেকে নিচে ঝুঁকে, তার ওই
নির্ভয় সুরে ডাক
দেওয়া - -
বহু যুগের পরেও যেন, সারা শরীরে এক
অদ্ভুত সাড়া জাগায় ! তার ওই
গভীর ডাকের সুড়ঙ্গে আজও
আমি খুঁজে বেড়াই
এক ফোঁটা
আলো !

* *
-  শান্তনু সান্যাল



 http://sanyalsplanet.blogspot.in/
flower in light and shade