কিছু মুক চাহিদা, কিছু মৌন স্বীকৃতি ঝুলে রয়,
নয়নের ঝুলন্ত সেতুর প্রান্তে, তার ওই
মোনালিসা আর্বিভাব করে যায়
মন্থন অন্তরতমের অতল
গভীরে, অদ্ভুত
অনুভূতির
সঙ্গে
জীবন ছুঁতে যেন তত্পর মরিচিকার উড়ন্ত -
জল তরঙ্গ ! বালিয়াড়ির অপর পারে
কিছু মরু পুষ্প উঁকি দিয়ে যায়
নিয়ে বুকে নীহার কণিকা,
জীবন এখানে চির
অগ্রগামী
হৃদয়ের মধুমাস যায় না কোনো দিন শুকিয়ে,
স্বপ্নগুলো অবিনাশী, মুক্ত আত্মা ! ভেসে
রয় নয়ন ধরাতলে, সেই সজল
যবনিকার আড়ালে, খুঁজে
জীবন প্রণয়ী প্রতি -
বিম্ব, আর
গেঁথে
যায় মধুর মুহুর্তের চন্দ্রহার, বিন্দু বিন্দু - - -
অভিলাষের ক্রমে - -
* *
- শান্তনু সান্যাল