বুধবার, ২১ নভেম্বর, ২০১২

মুগ্ধ পৃথিবী - -

নিষ্পলক চাহনি তার, নিঝুম সন্ধ্যার 
পীত রক্তিম আলোয়, যেন পূর্ণ 
বিকশিত বুনো ফুলের 
উন্মাদিত গন্ধ !
তরঙ্গিত 
করে চলেছে জীবনের সুপ্ত প্রবাহিনী - - 
খেলে যায় তার অদৃশ্য ছায়ার 
মায়া, সজল ভাবনার 
ধরাতলে, মুগ্ধ 
দেহ ও 
প্রাণ ধরে রাখতে চায়, তার নয়নের 
নীল আলোর গুপ্ত ধারা, মন 
ধেয়ে চলেছে আঁধার 
পেরিয়ে সুদুর 
জোছনার 
দেশে, হৃদয়ে জড়িয়ে অনুক্ত প্রেমের 
গোপন ভাষা - - 

- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
art by LORNA JEANINE PAQUIN