রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০১৪

দিব্য ফুলের বীথিকা - -

এ কেমন বহ্নিমান তৃষা, প্রবল বৃষ্টিপাতে
ও নিবে না, হৃদয়ের অদৃশ্য আগুন,
সেই নয়নের শিশিরসিক্ত
ভূ ভাগে, জীবন 
খুঁজে লুপ্ত 
পান্থশালা, ওই কুয়াশা ভরা পথে কোথাও 
যেন আছে, বিরল গন্ধে ভরা দিব্য
ফুলের বীথিকা, এক এমন 
অনুভূতি যেখানে 
পৌঁছিয়ে,
সমস্ত ব্যথা বেদনার ঘটে অবসান, দেহ 
ও প্রাণে জাগে চন্দনের শীতলতা, 
অস্থির ভাবনায় ফিরে 
আসে স্থায়িত্ব -
একরাশ, 
দুর্লভ উচ্ছ্বাস নিয়ে বুকে জীবন হয় ওঠে 
পরিপূর্ণ, সমস্ত বিষমতা, অহমিকা
ঝরে যায় ক্রমশঃ শুকনো 
পাতার সাথে বসুধার 
বুকে, কালান্তরে 
মাটির 
সন্মিলনে, তারা পুনরায় যোগায় অনন্য
অঙ্কুরণের ত্তজস্বিতা - - 

* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
art of Rhonda's House

আকস্মিক পরিবর্তন - -

এখন অব্দি ছুঁয়ে আছে শিরায় শিরায় 
তার নিঃশ্বাসের উষ্মা, যদিও 
নিশীথের কুয়াশা  
যথাক্রমে
জানালার পৃষ্ঠে হতে উধাত্ত, আবছা -
আলোয় কিছু রঙ্গীন প্রজাপতি 
উড়ে যেতে চায়, সুদুর 
অজানা সুরভিত 
উড়াল পথে,
এখন অব্দি ফিরি নি ফেরারী চেতনা,
হয় 'ত ঝিমিয়ে পড়েছে তার 
চোখের ছায়াতে কোথাও,
অবশ্যই সোনালী 
নরম রোদ, 
বারান্দায় আছে অনেক ক্ষণ দাঁড়ায়ে,
আয়নার দৃষ্টিভঙ্গী গেছে বদলিয়ে 
কিংবা আমার চেহারায় 
ঘটেছে এক আমূল 
পরিবর্তন !
অথবা আমি গেছি হারিয়ে নিজের - -
পরিচয় এক রাতে - - 

* * 
- শান্তনু সান্যাল 


http://sanyalsplanet.blogspot.com/
The Commons Getty Collection Galleries