এ কেমন বহ্নিমান তৃষা, প্রবল বৃষ্টিপাতে
ও নিবে না, হৃদয়ের অদৃশ্য আগুন,
সেই নয়নের শিশিরসিক্ত
ভূ ভাগে, জীবন
খুঁজে লুপ্ত
পান্থশালা, ওই কুয়াশা ভরা পথে কোথাও
যেন আছে, বিরল গন্ধে ভরা দিব্য
ফুলের বীথিকা, এক এমন
অনুভূতি যেখানে
পৌঁছিয়ে,
সমস্ত ব্যথা বেদনার ঘটে অবসান, দেহ
ও প্রাণে জাগে চন্দনের শীতলতা,
অস্থির ভাবনায় ফিরে
আসে স্থায়িত্ব -
একরাশ,
দুর্লভ উচ্ছ্বাস নিয়ে বুকে জীবন হয় ওঠে
পরিপূর্ণ, সমস্ত বিষমতা, অহমিকা
ঝরে যায় ক্রমশঃ শুকনো
পাতার সাথে বসুধার
বুকে, কালান্তরে
মাটির
সন্মিলনে, তারা পুনরায় যোগায় অনন্য
অঙ্কুরণের ত্তজস্বিতা - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
art of Rhonda's House
ও নিবে না, হৃদয়ের অদৃশ্য আগুন,
সেই নয়নের শিশিরসিক্ত
ভূ ভাগে, জীবন
খুঁজে লুপ্ত
পান্থশালা, ওই কুয়াশা ভরা পথে কোথাও
যেন আছে, বিরল গন্ধে ভরা দিব্য
ফুলের বীথিকা, এক এমন
অনুভূতি যেখানে
পৌঁছিয়ে,
সমস্ত ব্যথা বেদনার ঘটে অবসান, দেহ
ও প্রাণে জাগে চন্দনের শীতলতা,
অস্থির ভাবনায় ফিরে
আসে স্থায়িত্ব -
একরাশ,
দুর্লভ উচ্ছ্বাস নিয়ে বুকে জীবন হয় ওঠে
পরিপূর্ণ, সমস্ত বিষমতা, অহমিকা
ঝরে যায় ক্রমশঃ শুকনো
পাতার সাথে বসুধার
বুকে, কালান্তরে
মাটির
সন্মিলনে, তারা পুনরায় যোগায় অনন্য
অঙ্কুরণের ত্তজস্বিতা - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
art of Rhonda's House