মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০১৪

উধাও যখন আলো - -

যা কিছু ছিল বলার, সে গেছে বলে -
অবিরল, আমি নির্বাক হয়ে 
শুনেছি তার প্রলাপ !
অনেক সময় 
জীবনে
বলার কিছুই থাকে না, সহসা যেন 
বুকের শব্দকোষ ফাঁকা, উড়ে 
চলেছে, চোখের আগে 
অলিখিত খাতার
একের পরে 
এক পৃষ্ঠা, তখন চোখের ভাষা ছিল 
উদ্ঘাটিত, কিন্তু কত লোক 
তা বোঝে, তখন ছিল 
চেহরার আরশি 
পরিষ্কার,
কিন্তু কার এত সময় আছে যে - -
দেখবে হৃদয়ের প্রতিফলন,
তাড়ার যুগ, তাই 
কেউ কারোর 
জন্য 
বেশি ক্ষণ অপেক্ষা করে না, তাই -
জবাবদিহির আগেই সে 
গুটিয়ে নিয়েছে 
ভালবাসা,
ওই 
গুটানোর মুহুর্তে কিছু অমূল্য - - -
জলবিন্দু ঝরে ছিল আমার
চোখ হতে অদৃশ্য 
ভাবে, সে 
দেখি 
নি, তাই চিরকালের জন্য রইলো -
ঘনীভূত রূপে, তার ফিরে 
যাওয়ার পরে আকাশ 
ছিল আলোক -
শুন্য !
অনেক ক্ষণ, অকস্মাত যেন ঝড়ে -
নির্বাপিত সমস্ত তারকের 
আসর, আকাশগঙ্গা 
বিলুপ্তির পথে 
একরাশ !

* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
art by Giacomo Balla

অসমাপ্ত সন্ধান - -

গভীর থেকে ক্রমশঃ গভীরতম, ওই 
গন্ধ - কোষের তলদেশের হদিস 
খুঁজে কেউই পাই নি,
কেবল আন্দাজ, 
আর এক 
অমীমাংসিত ভবিষ্যদ্বাণী, নিজের -
সুবিধা অনুযায়ী নানান 
সংজ্ঞায় বর্ণিত !
সে প্রেম 
অধরা কি বাস্তবিক রইলো চিরদিন
বুকের মাঝে অত্যন্ত গোপনে,
সব কিছু পাওয়ার পরে 
ও, সে এখন অতৃপ্ত 
প্রাণী, খুঁজে 
স্বপ্নের 
মাঝে আসল ভালবাসা, সে রইলো
অবিজ্ঞাত সারাটা জীবন,
জ্বলন্ত প্রদীপের নিচের 
তিমিরের সাথে,
একাকার,
উত্স 
বিন্দু ছিল তার নিজের অন্তর্তমে !

* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
art by roger whitlock. 3