সোমবার, ১২ মার্চ, ২০১২


পোষ বিহীন 

পরিতৃপ্ত হতে চায় না মন, অতৃপ্তির মাঝেই 
জীবন খুঁজে উদ্বর্তনের বিস্তার, তার 
প্রেমের নিবিড় ছায়া, ক্ষণিক 
জিরনের অল্প বিরাম,
পূর্ণতা বহুদূর,
সে চায় 
রাখতে নিজের চোখের আশেপাশে ধরে, 
হৃদয়ের পরিধি অপরিসীম, ধরা 
দিতে চায় না অন্তর্মনের 
গভীরতা, অতচ 
সে দেহের 
উপরে করে চলেছে একাধিকার, পুঁতে 
এসেছে বিজয় পতাকা, কিন্তু 
হৃদয়ের ভূমি এখনো 
অবিজিত, 
এখানেই রহস্য ঘনিয়ে আনে অন্ধ শ্রদ্ধা, 
তার বন্ধনের পেঁচে থেকে ও যেন 
জীবন মুক্ত এক শুক পাখি, 
পিঞ্জরে আটকিয়ে 
থাকে না, 
উড়ে যায় নিমেষে আকাশ পথে সুদূর 
অজানা প্রান্তে, পড়ে রয় কিছু 
ঝরা জীর্ণ পালক, শব্দের 
প্রতিধ্বনি, করে 
পুনরাবৃতি
শেখানো অপূর্ণ বাক্য, প্রেমের ডাকনাম - - 

- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
Painting Shadows - by Barbara Fox 



প্রেমের পরশ 

তার মনের চিলেকোঠায়, হয় ত আছে কাচের
সিন্দুকটি, কিছু পাট করা কচি ভাবনা,
কিছু রঙ্গীন পুঁতির মাঝে গাঁথা 
স্বপ্নের মণিমালা প্রায়ঃ 
দেখি তার 
হাসির মধ্যে ঝলকিয়ে আসে  অদৃশ্য চমক, 
সেই উদ্ভাসে জীবন যায় ঢেকে, সব 
মর্মঘাতের ব্যথা, চোখের 
সজলতা শুকিয়ে 
দেখতে 
পায় স্পষ্ট, উদ্দীপ্ত পৃথিবী ভেসে উঠছে 
শান্ত মহাসাগরের   বুকে , বহে 
চলেছে রামধনু রঙ্গী 
সপ্ত ধারা ওই 
ক্ষিতিজ 
রেখার উপরে, অজানা ফুলের অর্ঘ্য ঝরে 
এমন সময় হৃদয়ের ধরাতলে, তার 
এই অপরুপের মায়া ঘিরে,
নেমে আসে মোহিনী 
সন্ধ্যা, ছড়িয়ে 
যায় 
তপ্ত বসুধার দেহে শীতল রাতের লেপ, 
রেখে যায় নিশি পুষ্পের বৃন্ত 
গুছিয়ে, খুব যত্নে 
সাজিয়ে যায় 
নয়নের 
তলে ভালবাসার অঞ্জন, করে যায় ঘুমের 
অভিনন্দন - - - 

- শান্তনু সান্যাল
balcony - Original Painting by Diane Millsap



আগুনের দরিয়া

জানতাম তুমি ওই আতশী রেখার বাইরে আসবে 
না  কোনো দিন, বরঞ্চ টেনে নিয়ে যাবে 
আমার অস্তিত্ব  নিজের কাছে, 
তাই হলো, বিস্ময়ের 
এর মধ্যে
কিছুই  ছিল না, পতঙ্গের ভাগ্য লিখন বদলানো
কি সহজ, তাই জন্মের সঙ্গেই ইচ্ছাপত্র
বিধি জড়িয়ে দিয়েছে পারদর্শী 
পাখায়, বৃষ্টি হলো মুক্তি -
স্নানের জন্য উই 
ঢিপির  গায়ে,
অগ্নিপথের যাত্রীদের মিছিল উড়ে  চলেছে সুদুর, 
চিতাভষ্ম হবার জন্য তীব্র বেগে, এক 
রাত্রির জীবন, প্রাণ  দিয়ে নব 
প্রজন্মের আহ্বান, তাই 
নিসর্গের নিয়ম 
তোমার ও আমার জন্য আলাদা হবে কি ভাবে, 
হয় ত স্বরূপ টা ভিন্ন, কিন্তু সারাংশ,
শাশ্বত – প্রেমের পরিভাষা, 
দুঃখের মাঝে সুখের 
অনুভূতি!

- - শান্তনু সান্যাল