বৃহস্পতিবার, ২৮ জুন, ২০১২


হারানো বৃষ্টি 
অনেক বিলম্বের পরে হয় ত সে বুঝলো, সজল 
আঁখির মর্ম, ততক্ষণ উড়ে গেছে মেঘের 
জুয়ার সুদুর কোন অজানা দেশে, 
ছেড়ে গেছে পিছনে এক 
মহা জনশুন্য মরু 
প্রান্তর, ঝরা 
কিছু 
ফণীমনসার কুসুম, ধু ধু মরিচিকার ভিতরে -
সে এখন খুঁজে ভালবাসার ছায়াময় 
পথ, চোখের ওই শীতলতা 
হারিয়ে সে যেন পূর্ণ 
বিভ্রান্ত, আকুল 
হরিণী !
আশাভরা নয়নে চেয়ে থাকে ধুসর আকাশের 
দহন, প্রখর গ্রীষ্মের দুপুরে বসে রয় 
বালিয়াড়ির ধারে, বুকে নিয়ে 
মরুভূমির উত্তাপ, এক 
অদৃশ্য দাহন,
কিছু 
অমূল্য মুহুর্তের হাতছাড়া মন, লিখে যায় -
ঠিকানা বিহীন চিঠি শ্রাবণের নামে,
খসে যাওয়ার তপ্ত বালির 
ধরাতলে - - 
- শান্তনু সান্যাল 
art by Phoebe Brunner