সোমবার, ১৯ নভেম্বর, ২০১৮

একফালি রোদের অভিলাষ - -

উঠোনের আয়ু ফুরিয়ে গেছে কিংবা রোদের
নিজস্ব নির্বাচনের মাপদণ্ড ! বলা হয়ত
মুশকিল, কিন্তু এটাই জীবনের
বাস্তবিকতা, সময়ের
স্রোত থামে না
কোনো
ভাবে, নিঃশব্দে ভাসিয়ে নিয়ে যায় এপার -
ওপারের সব কিছু, দুই কূলের ধারে
পড়ে থাকে শুধুই স্মৃতির ধূসর
খোলস আর কিছু বিস্মৃত
গানের স্বরলিপি।
জীবনের
নৌকো
আপন মনে ভেসে যায় সুদূর অতৃপ্ত সন্ধানে,
সহসা ফিরে দেখি, অনেক দূরে, এখনো
আবছা আলোয়, কে যেন দাঁড়িয়ে
আছে ঘাটের চত্বরে, চোখে
নিয়ে একরাশ স্বপ্নের
অঞ্জলি, ভাসিয়ে
দিতে চায়
মায়ার
বাঁধন নদীর গভীর বুকে। হটাৎ সব কিছু - -
যেন সহস্ত্রমুখী আরশিনগর, চারদিকে
প্রতিধ্বনিত নিজের প্রতিফলন !
আর রাত্রি শেষে নদীর
অসময়ে শুকিয়ে
যাওয়া, সব
মিলিয়ে,
পলাতক ভাবনারা, না চেয়েও পুনঃচ ফিরে
আসে দেহের ভাঙা পিঞ্জরে, উঠোনের
একফালি রোদের অভিলাষ,
সহজে কি ফুরায় ?

* *
- শান্তনু সান্যাল