শনিবার, ৪ জানুয়ারী, ২০১৪

প্রাকৃতিক ঘটমান - -

বিস্মিত করে যায় বারংবার তোমার
চোখের ওই গভীর নীল আলো, 
অন্ধকারে ও হৃদয় খুঁজে 
পায় নিমগ্ন ঘাটের 
সিঁড়ি ! ওই 
পথের 
এক পাশে উঠে রয় ধুম্র বলয় আকাশ -
মুখী, অন্য পাশে দেখি, অনুরণিত 
জীবনের মোহোৎসব ! ওই 
মধ্যমার্গীয় ভাবনায়
বহে আসি 
আমি, 
বারংবার তোমার বক্ষস্থলে, অসংকৃৎ
ভাবে ভালোবেসে যাই তোমায়,
এক অবিরাম নৈসর্গিক
অনুভূতি, পাপড়ি
গুটানো ফুল 
এবং 
প্রথম সূর্য্য কিরণের মধ্যে যেন এক -
অব্যক্ত সন্ধি, যাকে শব্দের 
আবরণে সাজানো 
মুশকিল, সে 
এক 
স্বয়ং উৎপন্ন, প্রাকৃতিক ঘটমান - - -
সনাতন পথে অগ্রসর - - 

* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
delphinium