বৃহস্পতিবার, ২৬ এপ্রিল, ২০১২


বেশি দূর নয় 

ফিরে আসবে সকালের সঙ্গে নিয়ে তন্দ্রিত চোখের 
স্বপ্ন, জানি তুমি যেতে পারবে না বেশি দূর, 
ওই স্পন্দনের চিত্রলেখে আটকিয়ে
আছে প্রণয়ের  অধীরতা,
খুলতে গিয়ে গ্রন্থী 
বারে বারে 
অনিচ্ছায়ে হয় ত জড়িয়ে যাবে, জানি ঠিক তুমি 
ফিরে আসবে, বালুময় দুর্গ যদিও যায় 
ভেসে উচ্চ লহরে, তবু ও স্মৃতির 
ঝিনুক ছড়িয়ে রবে তীরে, 
অশ্রু যখন মুক্তার 
রূপে হবে 
পরিবর্তিত, জানি এক দিন তুমি আমায় খুঁজে পাবে,

- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/

Russian Marine Art painter Ivan Aivazovsky (1817-1900),