বেশি দূর নয়
স্বপ্ন, জানি তুমি যেতে পারবে না বেশি দূর,
ওই স্পন্দনের চিত্রলেখে আটকিয়ে
আছে প্রণয়ের অধীরতা,
খুলতে গিয়ে গ্রন্থী
বারে বারে
অনিচ্ছায়ে হয় ত জড়িয়ে যাবে, জানি ঠিক তুমি
ফিরে আসবে, বালুময় দুর্গ যদিও যায়
ভেসে উচ্চ লহরে, তবু ও স্মৃতির
ঝিনুক ছড়িয়ে রবে তীরে,
অশ্রু যখন মুক্তার
রূপে হবে
পরিবর্তিত, জানি এক দিন তুমি আমায় খুঁজে পাবে,
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
http://sanyalsplanet.blogspot.com/