অধীর, সেই চোখের নীল তরঙ্গে -
by
Artist Toni Grote
ভেসে ওঠে জীবন্ত স্বপ্নের
ধুসর আকাশ,
এখানে
জীবন চায় মধুমাসের প্রত্যাবর্তন,
সুদূরের সেই অন্তর্হিত নৌকা
ও দিগন্তের সরু
রক্তিম
রেখায় ভাসমান আশার প্রদীপের -
মাঝে বুঝি আছে কিছু
নিঃশব্দ সন্ধি !
তাই
সৈকতের বুকের সজলতা চিরস্থায়ী,
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/