বৃহস্পতিবার, ৮ মে, ২০১৪

নিরূদ্দেশ মরু উদ্যানে - -

হৃদয়ের সৌন্দর্য্য চিরন্তন কোনো 
দিনই ফুরায় না, সব কিছু 
এই জগতে নশ্বর, 
কিন্তু পবিত্র 
মনের 
সৌরভ রয়ে যায় অদৃশ্য ভাবে -
চার দিকে, অভিলাষের 
সীমানা স্বপ্নের 
বাইরে 
খেলে যায় যথারীতি লুকোচুরি !
তাদের প্রেমের ছোঁয়া ছিল 
প্রজাপতির রঙীন 
অনুভূতি 
রয়েছে লেগে এখনো আঙুলের 
ডগায়, অবশ্যই তারা 
উড়ে গেছে 
সুখের 
সন্ধানে জানি না কোন কাননে,
সবার নিজস্ব আছে এক 
প্রতিবদ্ধতার 
তালিকা,
তাদের ভাবনার অনুক্রমে যদি 
ও নাম খোঁজা খুব মুশকিল,
কিন্তু ভেবে ভালো 
লাগে, তারা 
রয়েছে 
খুব সুখে নিজের মনের বর্ষাবনে,
হয়' ত কোনো দিন তারা 
ফিরবে আবার 
নতুন 
ডানা মেলে, অতীতের নিরূদ্দেশ
মরু
উদ্যানে !

* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.in/
art by dan maclay.jpg