রবিবার, ১৯ অক্টোবর, ২০১৪

আরভমাণ - -

ঝরে গেছে যখন সমস্ত নবমালিকার
লাজুক শাখাগুলি, শেষ প্রহরে
দেখি, খুঁজে চলেছে নীহার
বিন্দু, পাতায়
পাতায়
কিছু বাদবাকি গন্ধের পরশ, আসলে
হারাবার পরেই মানুষ বোঝে
ভালবাসার মূল্য !
ঠিক ওই
নাভির রহস্য নিয়ে বুকে কস্তুরী মৃগ
হয়ে ওঠে ক্রমশঃ জীবন,
নিজস্ব বৃত্তের বাইরে
খুঁজে বেড়ায়
সুরভীর
উৎস, ধেয়ে যায় কাঁটা ভরা অরণ্য -
পথে দুর্দান্তভাবে, যখন মানুষের
কাছে বাহ্য আবরণ হয়ে
ওঠে অর্থবহুল
মনের
গভীরতা উত্তরোত্তর যায় হারিয়ে - -
সেখান থেকেই ওই অদৃশ্য মরু
মরীচিকা পথের
আরভমাণ।

* *
- শান্তনু সান্যাল

  


http://sanyalsplanet.blogspot.in/
Daisy