শনিবার, ৬ অক্টোবর, ২০১২

অনুচ্চারিত - -

জ্বলিত দেহে নেমে আসছে আবার শিখারঙ্গী 
রাত্রি, রেখে গেছে সে আবার মর্মঘাতে 
প্রতিশ্রুতির প্রলেপ, কোন অজানা 
লয়ে ঝরে যায় শিশির বিন্দু, 
ধরে রাখতে পারি নি 
মসৃন পাপড়ির 
পৃষ্ঠতল !
দুয়ার পর্যন্ত এসে, চেয়ে রইলো মৌন চোখে,
শিহরিত ভাবনার পল্লব খুলতে পারি 
নি প্রস্ফুটনের রহস্য, সেই অর্ধ 
মুকুলিত স্বপ্নীল বৃন্তে, রয়ে 
গেল তার লাজুক
ভালবাসা 
চির -
অনুচ্চারিত, নিজের মাঝে নিজেই নিখোঁজ - - 

- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
mystery of night