বুধবার, ২০ জুন, ২০১২


রহস্যময়  স্পর্শ 
অবিরাম সেই বৃষ্টি ঝরার রাতে; দেখে ছিলাম 
তাকে, আকুঞ্চিত নিজের মাঝে; দাঁড়িয়ে 
আছে হৃদয় অধিশ্রয়ে, নিয়ে অনেক 
দিনের উত্তাপ বুকে; অব্যক্ত 
কিছু অভিযোগ চোখে,
সেই বিমোহিত 
মুহুর্তে;
অভাবিত ক্ষণে; জীবনের আঁকা বাঁকা পথ -
সহসা হয়ে উঠে ছিল এক সরল রেখা,
তার তির্যক চোখের আলোয়; 
অস্তিত্ব তখন ক্রুশ বিদ্ধ,
হারিয়ে চলেছে 
মৌলিকতা,
ওই আর্দ্র আঁধারে; তাকে ছোঁয়ার অভিলাষে -
জীবন গেছে বহু দূর; এক কুয়াশা ভরা 
অরণ্য পথে, লৌকিক অলৌকিক,
স্বর্গ নরক, ভালো মন্দ, সব 
কিছু বিসর্জিত করে,
শুধুই তার বিম্ব 
নিয়ে বুকে,
অনন্তকালব্যাপী; তৃষ্ণা জাগিয়ে অন্তর্তমের  
ভিতরে, সেই থেকে বিমুগ্ধকারী 
অনুসন্ধান - - -
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/





ART BY TIM OHLIGER