মঙ্গলবার, ২৫ জুন, ২০১৩

অরণ্য লতা - -

সবে ত শুরু, সর্পিল পথের যাত্রা, এখনো 
অনেক বাকি জীবনের সন্ধান,
অনেক কথা এখনো 
আছে বুকের 
আঁধারে 
কিছু জাগরিত কিছু আধ ঘুমন্ত, এখনই 
বল না ফিরে যাই ! সুদুর প্রান্তরে, 
ওই ঝিমন্ত পাহাড়ের গায়ে 
কিছু স্বপ্নীল জোনাকি,
অবিরত লয়ে 
গেয়ে যায় আলোর গান, কোথায় যেন -
অপ্রত্যাশিত ভাবে, তোমার প্রেম 
জড়িয়ে আছে আমার দেহ 
ও প্রাণে, অরণ্য লতা 
রূপে, খুবই 
কঠিন, এই মুহুর্তে তাকে সহজে সরানো !
থাক না স্বাভাবিকভাবে নিঃশব্দ 
লতানো বুকের অনেক 
কাছে, নিঃশ্বাসের 
জন্য, প্রাণ -
বায়ুর মূল্যাঙ্কন, কবিতার শব্দে বোঝানো 
খুবই মুশকিল - - 
* * 
- শান্তনু সান্যাল 
art by asha-sudhaker-shenoy