মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০১৪

মৌন নিমজ্জন - -

যাদের যা দাবি ছিল, নিল আদায় করে, -
জীবনের পড়ন্ত বেলায়, অসুস্থ 
ভালবাসা বসে একাকী 
আরামকেদারায়, 
চেয়ে রয় 
শুন্য আকাশ, সুদুর পাখিদের ঝাঁক উড়ে 
চলেছে সাগর পার নিজের গেহে,
সূর্য্য, যথারীতি কিছু ক্ষণ 
আগে করেছে 
দস্তখৎ
আঁধারের সাথে, অস্বাভাবিক কিছুই নয়,
সবাই নথিভুক্ত নিজের অগ্রাধিকার 
তালিকায়, শুধিও না আমায় 
হৃদয়ের গভীরতার 
কাহিনী,
বলার এই মুহুর্তে কিছুই নেই কেবল এক 
গাঢ় নীল রঙ্গে, হারিয়ে যেতে চায় 
জীবন আস্তে আস্তে, থামানো 
নিঃশ্বাসের সাথে, অতল 
গন্তব্যের দিকে 
একাকী !

* *
- শান্তনু সান্যাল  
http://sanyalsplanet.blogspot.com/
White Vase With Flowers