মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০১৩

অবরোহী পথে - -

অবরোহী পথে যখন সুর্য্যের পিঙ্গল কিরণ,
সন্ধ্যার খুব কাছাকাছি এই জীবন, 
তোমার ভালবাসা এখন 
লেগে আছে যেন 
শিরায় -
শিরায়, যদিও ঝরে চলেছে বাদামী পাতা 
হাওয়ার সাথে একে - একে, তুমি 
আজ ও ধরে আছো বোঁটার 
নিঃশ্বাসে আমার দেহ 
ও প্রাণের অন্তিম 
অভিলাষ,
আশ্চর্য্য, ঋতু পরিবর্তন ঘটি নি তোমার 
সাথে, তুমি আজ ও বুকে জড়িয়ে 
আছো প্রথম আলাপের 
নেত্র স্বরলিপি,
তুমি আজ 
ও ভালোবাসো আমায় কল্পনার বাহিরে !
এমন উজাড় করে নিজে কে, আমি 
ত চাই নি তোমার অনন্ত 
প্রেম, যা হোক আমি 
এখন, ইচ্ছে 
হলেও, আমার হৃদয় হতে তোমার মুক্তি
চাই না, স্বার্থপর কি আত্মপর আমি,
আমি নিজেই জানি না, কিন্তু 
এটাই নিশ্চিত যে 
সমস্ত পথ 
যায় শুধুই তোমার হৃদয় হতে অজানা -
মোক্ষ স্থলে - - 
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
downhill - -