এখনো হিয়ার গভীরে জেগে আছে অতৃপ্ত
পিপাসা, এখনো যে তুমি খুল নি
চোখের গুপ্ত স্রবণের ওই
অদৃশ্য অমৃত
ধারা !
এখনো জীবন খুঁজে পাই নি তোমার - -
বুকের গর্ভ গৃহ, যেখানে আছে
অনন্ত দীপ শিখার অখণ্ড
আলোর জগৎ,
এখনো
তুমি মরুপথের মরীচিকা, জানি না কবে
তুমি হবে জীবন নদী - -
http://sanyalsplanet.blogspot.com/
art by Judith D. Porto
পিপাসা, এখনো যে তুমি খুল নি
চোখের গুপ্ত স্রবণের ওই
অদৃশ্য অমৃত
ধারা !
এখনো জীবন খুঁজে পাই নি তোমার - -
বুকের গর্ভ গৃহ, যেখানে আছে
অনন্ত দীপ শিখার অখণ্ড
আলোর জগৎ,
এখনো
তুমি মরুপথের মরীচিকা, জানি না কবে
তুমি হবে জীবন নদী - -
http://sanyalsplanet.blogspot.com/
art by Judith D. Porto