এখুনি সন্ধ্যা নামবে পাহাড় হতে ঝপাস করে,
ওই গভীর ঝিলের বুকে, আর দিনের
শেষ আলোয়, জানি আবার
তুমি হয়ে উঠবে
অস্থির,
বেঁধে রাখতে চাইবে দেহের নৌকো, নিজের
রুক্ষ তীরে। আমিও তখন হারাতে
চাই তোমার ওই বুকের
অন্ধকার পথে,
যে যা
বলুক, সে মুহুর্তে আমি যেন হয়ে উঠি এক
জাগ্রত অভিশপ্ত পাথর, তোমার ওই
কুহকভরা পরশে আমার
পাঁকে -ভরা জীবন
তখন করে
ঝলমল, যেন সদ্য সংস্কারিত মরা - পুকুর
জোছনায় ভরে চলেছে ক্রমশঃ। ওই
তোমার স্নিগ্ধ ভালবাসায়,
আমি চিরতরে চাই
হারাতে।
* *
- শান্তনু সান্যাল
ওই গভীর ঝিলের বুকে, আর দিনের
শেষ আলোয়, জানি আবার
তুমি হয়ে উঠবে
অস্থির,
বেঁধে রাখতে চাইবে দেহের নৌকো, নিজের
রুক্ষ তীরে। আমিও তখন হারাতে
চাই তোমার ওই বুকের
অন্ধকার পথে,
যে যা
বলুক, সে মুহুর্তে আমি যেন হয়ে উঠি এক
জাগ্রত অভিশপ্ত পাথর, তোমার ওই
কুহকভরা পরশে আমার
পাঁকে -ভরা জীবন
তখন করে
ঝলমল, যেন সদ্য সংস্কারিত মরা - পুকুর
জোছনায় ভরে চলেছে ক্রমশঃ। ওই
তোমার স্নিগ্ধ ভালবাসায়,
আমি চিরতরে চাই
হারাতে।
* *
- শান্তনু সান্যাল