তুমি দিয়ে ছিলে অভয়দান, আমি চেয়ে ছিনু ভয়ে
শুধুই আশ্রয়, মাত্র এক ভয়াবহ নিশিথের প্রতিদান /
জেনে ও যে, আমি এক শত্রু দেশের পলাতক সৈনিক
রুধির ঝরিত বাহুতে,তুমি বেঁধে ছিলে প্রেমাঞ্চল
করুণাধারায় পরিতৃপ্ত হল, মম আহত দেহ প্রাণ /
বুদ্ধবিহারে উঠে ছিল,অভিযোগ সমবেত কন্ঠে
সংঘ প্রমুখ দিয়ে ছিল, তোমায় মৃত্যু উপহার
দুই প্রাঞ্জল নেত্রে, ছিল মুক্তি, করেছি মুক্তিস্নান /
নিশান্তে, সমস্ত ভিক্ষু জড়িত ছিল চৈত্য প্রাঙ্গনে
লাঞ্ছিত, অপমানিত, তেজস্বিনী মুখে ছিল হাসি,
হাতে বিষ পাত্র, নিয়ে বললে এটা নব অবসান /
হে! তথাগত, মানব প্রেমে নিও পুনরায় বলিদান //
-- শান্তনু সান্যাল