যায় নি শুকায়ে, যদিও বহু বার এসে
ফিরে গেছে পাতা ঝরার ঋতু,
নিরীহ ভাবনার শাখা
পুনরায় কুড়িয়ে
পেয়েছে
স্বপ্নের কচি পল্লব, তার চোখের স্নিগ্ধ দীপ্তির -
মাঝে আছে ত্রিভুবনের মায়া, প্রতি
বার মহা অন্ধকার যায়
অস্তিত্ব হারিয়ে,
জীবন
ভেসে ওঠে বারে বারে কুয়াশাচ্ছন্ন ধরাতলে !
- শান্তনু সান্যাল
japanese art 1
http://sanyalsplanet.blogspot.com/