শুক্রবার, ২ মার্চ, ২০১২


পুষ্পদানির সাধ 

শেয়াকুল, আকন্দ, গুয়েতুলসীর সেই ঝোপঝাড়
পেরিয়ে, স্বর্ণলতার শ্বাসরোধী জাল সরিয়ে 
এক দিন পৌঁছিয়ে ছিলাম তার অনেক 
কাছে, অলৌকিক কিছু পাওয়ার 
সন্ধানে, আদিগন্ত শুন্যতা 
নিয়ে যখন ফিরলাম, 
জীবন দাঁড়িয়ে 
আছে 
তখন দেখি অনন্য ভাবমূর্তি নিয়ে দ্বারে, সে 
হাসছে কি কাঁদছে ধরা মুশকিল, ঘালময়  
দেহের উপরে, সময়ের  অদৃশ্য হাত 
বুলিয়ে গেছে হয় ত, ক্রমশঃ 
ভরে  উঠেছে  সুক্ষ্ম  
কুহর, প্রেমের 
সেই 
অনুভূতি কিন্তু পুরতে পারি নি হৃদয়ের সরু 
ফাটল, যেন কাচের আধ ভাঙা 
নান্দনিক পুষ্পদানি আজ ও 
চেয়ে থাকে জানালার 
বাহিরে নিয়ে 
বুকে 
বিচিত্র সাধ, কিছু সদ্য কুসুমিত লাল গোলাপ, 
কিছু সংগ্রহিত শিশির বিন্দু পল্লব প্রান্তে,
কাচা হলুদরঙ্গী সকালের লাজুক 
আলো, কাঁধের উপরে কিছু 
অন্তরঙ্গী হাতের 
স্পর্শ, 
সূর্যের অলস বেগে আকাশের পথে যাওয়া - - - 

- শান্তনু সান্যাল 
Painting by Thomas Kinkade