Monday, 7 March 2011

অজানা পথিক

অজানা পথিক 
কোন জ্বলন্ত পথে গেছে আমার বসন্ত 
গোধুলি বেলায় রেখে গেছে প্রশ্ন অনন্ত 
পলাশের রং ঝরেছে নাকি, কেউ সহজে 
দিয়ে গেছে এক  মৌন বেদনা চিরন্তন 
বিজনে ভাঙা সুরে বাঁসুরী কেঁপে যায় 
জ্বলে উঠে যেন একাকী প্রদীপ অকিঞ্চন
উধ্বস্ত দেউলের বুকে এখনো কি গাহে 
পাখিরা গান বলে রয় প্রেমের অবদান 
সে  কোন দেশের পথিক খুঁজে বেড়ায়
হারানো দিনগুলি  অতীতের কিছু ঘ্রাণ
সরে সরে যায় ছায়ার যবনিকা ক্রমশঃ 
ভেসে উঠে শেষ প্রহরে বহু চাপা ক্রন্দন
একাকী কে যেন হেঁটে যায় রেল লাইনের 
উপর দিয়ে দূরে, মুক্ত করে  সর্ব বন্ধন 
সকালমুখী সেই যাত্রা কি যায় পার হয়ে 
ওই নদীর পুলে নাকি সবাই যায় হারিয়ে 
ঝরা বসন্তের এই ভাবে যাওয়া উদাস করে 
মন, কিন্তু কেউ ত থামালো না হাত বাড়িয়ে.
--- শান্তনু সান্যাল