বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০১১

রেখাঙ্কিত আবেগ

অধীর মনে গেছ রেখে, শুন্যতার মাঝে ও 
 প্রত্যাশার কিছু বিন্দু, রেখাঙ্কিত আবেগ,
 অনাগ্রহী তোমার মুখে ছিল অস্পষ্ট ব্যথা,
নিষ্পতির পথে উচ্ছল শ্যামলিমার সঙ্কেত,
 ওই দুবিধা ভরা ভালবাসায় থেমে রয়েছে 
কোথায় যেন স্থির মধুমাসের আন্দোলন, 
বিযুক্ত হয়ে ও তুমি গেলে জড়িয়ে বহু 
অপ্রকাশিত মনের স্বপ্নাবেশ, কিংবা হিয় 
দ্বন্দ, খুঁজতে গিয়ে নয়নের গভীরতা, ফিরে 
ফিরে আসি যেন কূল হারা উদাসীন খেয়া,
সুদূর তোমার পীছে মুড়ে সেই চাহনি যায় 
করে উদ্বেলিত, নিরব প্রেমের উপত্যকা,
নিষ্প্রভ সাঁঝের আকাশে এখনো দেখি কিছু 
 ভাঙা হাসিময় শুভ্র নিরদের উড়ে যাওয়া,
তুমি গেছ মিলিত ব্যক্তিত্বের শিরায় শিরায় 
এই  ভাবে, যে অবশ হৃদয় গেছে উন্মত্ত,
অবহেলনার মধ্যে ও দিয়ে গেছ ভালবাসা,
এই নিগুঢ মূলসুত্রে জীবন যায় বিশ্রঙ্খলিত.
---  শান্তনু সান্যাল 

সত্য শাশ্বত সুন্দর


সত্য শাশ্বত সুন্দর
জানি সে সুন্দর নয় তবু ও ভালোবাসি
হৃদয়ের তার বহে পবিত্র জলধারা, 
আমার কুত্সিত ভাবনা সে করে যায় নির্মল,
নিষ্কলঙ্ক, তার অনুরাগে জীবনের উজ্জ্বলতা, 
শিশির বিন্দু ঝরে মধ্যে নিশীথে 
শরতের চাঁদ বোঝে না পার্থক্যের ভাষা, 
শাপলা ও পদ্ম সমান ভাবে ভেসে রয় 
বুকে লুকিয়ে অজস্র জল কণিকা, 
অবুঝ হৃত্পিন্ডের ভুবনে খেলে অহর্নিশি 
প্রেমের শিশু, কাঁদে হাসে ক্ষণে প্রতিক্ষণে, 
ভুলে ও যায় অনেক সময়, ছলনার ওই খেলনায় !
স্বপ্নের শিমুল তুলো উন্মুক্ত লয়ে, 
সুন্দর অসুন্দরের দ্বন্দ সে মানে না, শুধুই 
উড়ে যায় দিগ দিগন্তে, নদীর উতলা জলে মেঘের বিম্ব 
রচে নব মরিচিকা , আবার মরু তে কভু 
শ্বেত মেঘ যায় ঝরিয়া, ভরে উঠে বালুর মাঝে 
পুষ্প বাটিকা, ফুলে রয় কন্টকময় ভালবাসা, 
জীবনের বৃষ্টি ছায়ার প্রান্তরে, দুই দিগে 
দেখি নির্ঝর এঁকে যায় প্রণয়ের বিরাট এক ইন্দ্রধনু, 
এই মহাসেতুর দুই পারে রয়েছে অদৃশ্য আধার স্থম্ভ ,
বাহ্য আবরণে অন্তর্মনের গভীরতা নিছক-
এক কল্পনা, আমি জানি তার মনের নিবিড় সৌন্দর্য্য, 
নিশ্ছল ভালবাসার তরঙ্গিত অগাধ জলরাশি, 
ছুঁয়ে যায় তার নিষ্কলুষ চোখের ঢেউ বারে বারে,
 সেই পরম সত্যতার লাগি আমি মন্ত্রমুগ্ধ হয় পড়ি,
সে যতই অসুন্দর হওক, আমি তাকেই ভালোবাসি, 
সত্য শাশ্বত সুন্দর, চিরদিন শুধুই এটা আমি জানি.
--- শান্তনু সান্যাল