মনের বিশৃঙ্খলা, শপথের বিধি -
ইতিমধ্যে কি শেষের দিকে ?
ওই গোপন মন্ত্রণায় তৃষ্ণার্ত জীবনের
বহু প্রশ্ন, অনাবিষ্কৃত ভাবে পড়ে
রইলো, উলঙ্গ দেহে ছিলাম
গর্ভ গৃহে একাকী, নিবিড় তিমিরে কি
ছুঁয়েছ অন্তর্মনের গভীরতা,
আবেশিত স্নায়ু, অতৃপ্ত -
নাভিস্থল, উথিত কমল বৃন্ত, দীর্ঘ শ্বাস
পারো নি ধরে রাখতে তবুও
অন্তরাত্মার পলায়ন, দেশান্তরী পাখির
ঝাঁক, পতঙ্গের নিশি দাহ,
ওই বিন্দু তে থেমে আছো এখনো,
পাহাড়ের গায়ে কবে যে একপশলা বৃষ্টি
ভিজিয়ে গেছে নাগ কেশরের ঝোপ,
অভিপ্সার কৃশ - কন্টক, বিদ্ধ
করে বুকে জড়িয়ে রয়েছে জীবন, মায়ার
সমাগমে তুমি কাঁপছ কোন
শিহরণে, সমর্পণের এই মুহুর্তে
আঁকড়ে ধরে আছো আমার অস্তিত্ব কিংবা
স্বাহার ভয়ে পরেছ মুখোশ,
আগ্নেয় গিরির প্রীতি শুধুই তোমায়
সাজে, কিন্তু ফুলের আয়ু অল্প দিনের, ঝরতে
কিছুই সময় লাগে না, মৃদু পবনের -
স্পর্শে খুঁজেও পাবে কি -
ভালবাসা, জানি না ?