মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০১৪

অন্তিম বিচারের রাত্রি - -

ওই অন্তিম বিচারের রাত্রিতে তোমার
ঘাড়ে থাকবে অদৃশ্য বহু বাড়ন্ত
হাত, আজ তোমার হাতে
আছে নগ্ন তলোয়ার,
করে যাও
নৃশংস
হত্যাকান্ড ! এ কেমন রক্ত পিপাসা -
কে তোমার হিংস দেবতা, যে
ভালবাসে নিরীহ মানুষের
রক্তপাত, এ কেমন
ধর্মীয় - দর্শন
যে করে
দানবের মহিমামন্ডন, ইতিহাস করে
আপন অক্ষে বারংবার সহজে
পুনরাবৃত্তি, মহাভারতের
পুনরাগমন শুধুই
নয় পুরাকথা
কিংবা
শ্রুতি, অদৃশ্য থাকে চিরদিন জীবন -
রথের সারথি, নিয়ে অসংখ্য
হাতে সুদর্শন চক্র,
অধর্মের অন্ত,
যুগে যুগে
অবশ্যম্ভাবী, মানব ধর্ম চিরকাল বহে
যায় শাশ্বত দিব্য প্রবাহে - -

* *
- শান্তনু সান্যাল

http://sanyalsplanet.blogspot.in/
reflection of art