শনিবার, ৩ ডিসেম্বর, ২০১১


স্থির চাহনি 

মৌন চোখের ভাষা ! অভিপ্রায় বুঝতে যেন 
জীবন যায় ফুরায়ে, তার মনের জল 
দর্পণে খুঁজে পাই নি টলটলে প্রতি -
বিম্ব, যখন চেয়েছি চিনতে 
নিজের পরিচয়, ফিরে 
এসেছি অনমনস্ক 
উদাসীন, 
তার এই দ্বিধান্বিত ভালবাসা, যেন ঝরিয়ে 
যায় তুষার পাতে, সমস্ত নিশি পুষ্প,
স্বপ্ন গুলো শেষ রাতে গুটিয়ে 
ঘুমিয়ে পড়ে নিজের 
দুনিয়ায়, আমি 
ধরে রাখতে 
চাই কিছু সুরুভীর বাউণ্ডুলে কণা, আবেগের 
আকাশে এখন ভেসে চলেছে অতি -
সুক্ষ্ম  আবেশের অদৃশ্য জীব,
মনের অণুবীক্ষণযন্ত্র
কিছু আনমনা !
চেয়ে ও 
চায় না দেখতে, এগিয়ে চলেছে ঘনিভুতের 
পথে জীবনের ওজস্বিতা, তবু ও 
আমি চেয়ে রই তার নিরব 
চোখের মায়া, স্তরপূর্ণ 
রুহিতন, লুপ্ত 
ভালবাসা,
তার চোখের নির্গত আলো, করে যায় প্রতি 
মূহূর্তে সংবেশিত, দেহ ও প্রাণের
মুক্তি সম্ভব নয় তথাপি 
পঞ্চ তত্বের পিঞ্জর 
উন্মুক্ত রয় 
অহর্নিশ.

- - শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
 painting by -   Ben Tour