বুধবার, ১৯ মার্চ, ২০১৪

সাগর সন্ধানে - -

জীবন যখন শান্ত নদীর পৃষ্ঠতল,
সাগর সঙ্গম বহু দূর, তুমি 
তখন স্থগিত কাল 
বৈশাখী ঝড়, 
ঘিরে 
থাক ঈশান কোণে অগোচর, -  
হৃদয় যখন নির্জন মঠের 
বাসী, তুমি তখন 
উজ্জ্বল 
রাতের শিশিরসিক্ত মৌন বৃষ্টি !
বিন্দু বিন্দু ঝরে যাও 
ধুসর প্রান্তরে,
নয়নের 
আলো যখন আঁধার মুখী, তুমি 
তখন স্বপ্নীল জোনাকির
অজানা কোনো 
সুদূর দ্বীপ,
ভেসে 
যাও বুকের গহন অঞ্চলে, জানি 
না কোন মোহানার পথে 
আছে অবস্থিত, 
তোমার 
প্রণয়ী মহাসাগরের বক্ষ:স্থল - -

* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.com/
art by scott phillip