শনিবার, ১২ জানুয়ারী, ২০১৩

রিক্ত পাত্র - -

এই পথে সব কিছু উন্মীলিত, পুর্ণায়ত কাচের 
দরজা, উন্মুক্ত কিংবা বন্ধ তাদের 
চোখের পরিকল্পনা, আত্মা 
চিরমুক্ত ধারা, বহে 
যায় আপনমনে 
অজ্ঞাত 
দিগন্তে, দেহ শুধুমাত্র সাঙ্কেতিক ধাবক, ধেয়ে 
যায় সুখের লোভে, অন্ধকার পথে -
অহর্নিশ ! জীবনের অর্থ 
বুঝতে গিয়ে ভরে 
আনে অসীম 
পিপাসা, 
তার প্রেমের কুম্ভে অমৃত ছিল কি গরল, বলা 
মুশকিল, দুটিই তরল দুটিই আলোক -
ভেদ্য, ওই অমরতা এবং 
নশ্বরতার দ্বন্দ্ব 
চিরন্তন,
জীবন দাঁড়িয়ে রয় সারা রাত হাতে লয়ে রিক্ত 
পাত্র, ধরার আগেই স্পর্শমণির রসায়ন
যায় ফুরিয়ে, নিয়তির নিয়ম 
খুবই জটিল, তার 
চুম্বনের 
রহস্য বোঝা সহজ কোথায়, কখনো সে এক 
অনিন্দ্য বিষকন্যা, আবার অনেক 
সময় সে আবেগের বন্যা !
খেলে যায় অদৃশ্য 
অগ্নি বলয়ের 
খেলা -
কখনো সুরসরি পার, কখনো তীরে নিমজ্জন।
* * 
- শান্তনু সান্যাল 
painting by Marcelle La Cour
http://sanyalsplanet.blogspot.com/




প্রাণ বিহীন অনুভূতি - -

তৃষিত নয়নে ছিল নিবন্ত প্রদীপের অতৃপ্ত 
বাসনা, আরও কিছু ক্ষণ দহনের 
অভিলাষ, অথবা বিহান 
পর্যন্ত নিঃশ্বাসের 
একটানা 
যুদ্ধ, তাকে ফিরিয়ে আনার প্রয়াসে রাত 
গেছে তার পিছনে পিছনে বহুদূর,
অবরুদ্ধ কন্ঠে ডেকেছে 
অনেক বার, তবু 
ও, জানি না 
কেন 
সে যে ফিরে চাই নি এক বার, কুয়াশার 
পথে ক্রমশঃ গেছে হারিয়ে, সুদুর 
অজানা কোন এক পৃথিবীর 
মায়া, বোধ হয় 
সরিয়ে
নিয়েছে তাকে, জোছনা ভরা পথে পড়ে 
রইলো শুধু পারদর্শী প্রণয়ের 
আবরণ, গতিহীন 
নিশ্চল, 
প্রাণ বিহীন অনুভূতি ছাড়া সে কিছুই 
রেখে যাই নি, তবু ও দেখি 
বুনো গোলাপ ভেসে 
চলেছে বাতাসে 
দিশাহীন,
আকাশপথে খুঁজতে তার গোপন - - 
ঠিকানা, 
* * 
- শান্তনু সান্যাল 
courtesy - Nandini Karunamuni Art